ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে ঘানাও, আরও যাদের বিশ্বকাপ নিশ্চিত
৪৮ দলের টুর্নামেন্টে ২১তম দল হিসেবে বিশ্বকাপ চূড়ান্ত করল আফ্রিকার দেশ ঘানা।
২০২৬ বিশ্বকাপের জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ ঘানা। ৪৮ দলের টুর্নামেন্টে ২১তম দল হিসেবে বিশ্বকাপ চূড়ান্ত করল আফ্রিকার দেশটি। এ সপ্তাহেই এশিয়া ও আফ্রিকা থেকে আরও ছয়টি দলের নাম চূড়ান্ত হবে।
কোমোরোসের বিপক্ষে রোববারের ১–০ গোলে ঘানার হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ কুদুস। এর আগে বুধবার জিবুতিকে ৩–০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে মিস। তারও আগে বৃহস্পতিবার সোমালিয়াকে ৩–০ ব্যবধানে হারিয়ে আলজেরিয়াও জায়গা করে নেয় বিশ্বকাপের মূলপর্বে।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত যাদের
আয়োজক: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, মিসর ও ঘানা।
এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।
লাতিন আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া।
ওশেনিয়া: নিউজিল্যান্ড।
তথ্যসূত্র: বিবিসি