রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের শঙ্কায় ফোর্ট ওয়ার্থের শিক্ষকেরা

টেক্সাস এডুকেশন এজেন্সির (টিইএ) নিয়ন্ত্রণে যেতে চলেছে ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (আইএসডি)। জেলা জুড়ে শিক্ষকেরা এখন অনিশ্চয়তা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন। কারণ, নতুন ব্যবস্থাপনায় কী পরিবর্তন আসছে, তা কেউই জানেন না।

Nov 2, 2025 - 10:33
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের শঙ্কায় ফোর্ট ওয়ার্থের শিক্ষকেরা
ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষকেরা অনিশ্চয়তা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন। ছবি: ফক্স ফোর

টেক্সাস এডুকেশন এজেন্সির (টিইএ) নিয়ন্ত্রণে যেতে চলেছে ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (আইএসডি) জেলা জুড়ে শিক্ষকেরা এখন অনিশ্চয়তা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন। কারণ, নতুন ব্যবস্থাপনায় কী পরিবর্তন আসছে, তা কেউই জানেন না।

বৃহস্পতিবার অস্টিনে টিইএ কমিশনারের সঙ্গে ফোর্ট ওয়ার্থ স্কুল বোর্ড সদস্যদের বৈঠক হলেও পরে তারা কোনো মন্তব্য করেননি। সব ইঙ্গিতই বলছে, নির্বাচিত বোর্ডের জায়গায় এবার আসছে নিযুক্ত বোর্ড অব ম্যানেজারস, যাদের টিইএ স্থানীয় সম্প্রদায় থেকে বেছে নেবে।

টিইএ কমিশনার মাইক মোরাথ বলেছেন, তিনি বহুমাত্রিক অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে চান। কিন্তু শিক্ষক সমাজ আশ্বস্ত নয়। ইউনাইটেড এডুকেটরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্টিভেন পুল বলেন, ‘আমার ফোন থেমে নেই। চার হাজার সদস্যের অনেকেই জানতে চাইছেন, এরপর কী হবেকিন্তু কারও কাছে উত্তর নেই। এই অনিশ্চয়তাই উদ্বেগ আর ক্ষোভে রূপ নিচ্ছে।

তিনি হিউস্টন আইএসডির অভিজ্ঞতার দিকেও ইঙ্গিত দেন, যেখানে টেক্সাস এডুকেশন এজেন্সি নিয়ন্ত্রিত নতুন ব্যবস্থাপনায় প্রথম বছরেই ২০% শিক্ষক চাকরি ছেড়ে দেন, পরের বছর তা বেড়ে হয় ৩৩% শূন্যস্থান পূরণে সেখানে নিয়োগ দেওয়া হয় অপ্রশিক্ষিত শিক্ষকদের। তাই শিক্ষকরা একটা আশঙ্কা করছেন, আর সেটি হলো স্টিভেন পুলের ভাষায়, ‘ফোর্ট ওয়ার্থের শিক্ষকেরা ভাবছেন, তাদের ভবিষ্যৎ এখানেই থাকবে কি না। যদি তারা চলে যান, তাহলে হয়তো তাদের জায়গায় আসবে অনভিজ্ঞ শিক্ষক।

পুল মনে করেন, কমিশনার মোরাথের উচিত কমিউনিটির সঙ্গে খোলামেলা আলোচনা করা, যাতে সবাই জানতে পারে, ঠিক কোন পরিবর্তনগুলো আসছে। তিনি বলেন, ‘ফোর্ট ওয়ার্থের ভবিষ্যৎ নিয়ে কমিশনার এখনো কোনো স্পষ্ট পরিকল্পনা বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেননি। তাই শিক্ষকেরা এখন থেকেই নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছেন। অনেকেই আগামী বছর কোথায় কাজ করবেন ফোর্ট ওয়ার্থ আইএসডি কিংবা রাজ্যের পক্ষ থেকে কোনো স্পষ্ট উত্তর ছাড়াই তা ঠিক করছেন।

তথ্যসূত্র: ফক্স ফোর