বজ্রঝড়ে আগুনের পর উত্তর টেক্সাসে বন্যার পূর্বাভাস
ভোরের বজ্রঝড়ে কেঁপে উঠেছে উত্তর টেক্সাস। শুক্রবার সকালে তীব্র বজ্রসহ বৃষ্টির পর অন্তত ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, সপ্তাহান্তে ডালাস–ফোর্ট ওর্থ এলাকায় ভারী বর্ষণ, বন্যা, শিলাবৃষ্টি ও টর্নেডোর পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ভোরের বজ্রঝড়ে কেঁপে উঠেছে উত্তর টেক্সাস। শুক্রবার সকালে তীব্র বজ্রসহ বৃষ্টির পর অন্তত ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, সপ্তাহান্তে ডালাস–ফোর্ট ওর্থ এলাকায় ভারী বর্ষণ, বন্যা, শিলাবৃষ্টি ও টর্নেডোর পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ভোররাত থেকেই উত্তর টেক্সাসের বিভিন্ন এলাকায় আগুন লাগার খবর আসতে থাকে জরুরি সেবা বিভাগে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, এসব অগ্নিকাণ্ডের কয়েকটি ঘটেছে সরাসরি বজ্রপাতের কারণে। সবগুলো ঘটনার তদন্ত চলছে।
স্টেট হাইওয়ে ১২১–এর উত্তরে, ওহাইও ড্রাইভের কাছে ভোর সাড়ে ৪টার দিকে এক দোতালা বাড়িতে আগুন লাগে। দমকল কর্মীরা পৌঁছে দেখেন, আগুন ছাদ ভেদ করে উপরে উঠছে। যদিও বজ্রপাতের কারণে ঘটনাটি ঘটেছে কিনা তা নিশ্চিত করা হয়নি, তবে ঝড় চলাকালেই ঘটেছে তা। একই এলাকায় আরেকটি বাড়িতে বজ্রপাতের ফলে আগুন লাগে।
রস অ্যাভিনিউয়ের কাছেও একটি উঁচু ভবনের বেজমেন্টে মাঝারি মাত্রার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডেনটন কাউন্টির ডাবল ওকে এক দোতালা বাড়ির গ্যারেজ থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা দমকলকে খবর দেন। নর্থলেক এলাকায় আরেকটি দুইতলা বাড়ির ছাদে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
একই কাউন্টির ফ্লাওয়ার মাউন্ডে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বাড়ির গ্যারেজের চালে আগুন লাগে, অন্যটির ক্ষেত্রে আগুনের সূত্রপাত হয় গ্যারেজের সংরক্ষণ কক্ষ থেকে।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এসব ঘটনার সময় উত্তর টেক্সাসজুড়ে প্রবল বজ্রঝড় বয়ে যাচ্ছিল।
উত্তর টেক্সাসে ঝড়, শিলাবৃষ্টি ও টর্নেডোর আশঙ্কা
শুক্রবার সন্ধ্যার পর থেকে ডালাস–ফোর্ট ওর্থ এলাকায় প্রবল ঝড়, বন্যা, শিলাবৃষ্টি ও টর্নেডোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। রাত ৯টা থেকে ১০টার মধ্যে প্রবল ঝড় শুরু হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বেগে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। পশ্চিম টেক্সাসে টর্নেডোর সামান্য ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
কিছু এলাকায় ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের কথা পূর্বাভাসে বলা হয়েছে, যা বন্যার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত ফ্লাড ওয়াচ জারি করেছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বিকেলে আবারও নতুন দফায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ডালাস–ফোর্ট ওর্থের দক্ষিণাঞ্চলে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি দেখা দিতে পারে। তবে এসব ঝড় তীব্র আকার ধারণ করবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরের দিন রোববার সকালে উত্তর টেক্সাসের পূর্বাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে। মনোরম শরতের আবহ বিকেলে।
তবে স্বস্তির সেই দিন আসার আগে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যার সম্ভাবনা থাকায় স্থানীয় সতর্কতা মেনে চলার তাগিদ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: ফক্স ফোর