টেক্সাসের দ্য কলোনিতে আগুনে এক বাড়ি পুড়ে ছাই, পাশের বাড়িতেও ছড়িয়েছে আগুন

টেক্সাসের দ্য কলোনি এলাকায় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন পাশের আরেকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Oct 20, 2025 - 14:18
টেক্সাসের দ্য কলোনিতে আগুনে এক বাড়ি পুড়ে ছাই, পাশের বাড়িতেও ছড়িয়েছে আগুন
টেক্সাসের দ্য কলোনিতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। ছবি: এনবিসি ৫

টেক্সাসের দ্য কলোনি এলাকায় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন পাশের আরেকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দমকল কর্মকর্তারা জানান, রাত ১টার কিছু আগে ফ্রিম্যান ড্রাইভে বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পৌঁছে দেখতে পান, আগুনে একটি বাড়ি দাউদাউ করে জ্বলছে।

ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার ডিপার্টমেন্ট। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: এনবিসি