ডালাসে নেমেছে শরতের হাওয়া

উত্তর টেক্সাসে এসে পড়েছে শরতের আমেজ। ঠান্ডা বাতাস ও সকালবেলার কুয়াশায় সপ্তাহজুড়ে থাকবে হালকা শীতের অনুভূতি।

Oct 28, 2025 - 01:15
ডালাসে নেমেছে শরতের হাওয়া

উত্তর টেক্সাসে এসে পড়েছে শরতের আমেজ। ঠান্ডা বাতাস সকালবেলার কুয়াশায় সপ্তাহজুড়ে থাকবে হালকা শীতের অনুভূতি।

সোমবার সকালে হালকা মেঘ কুয়াশা থাকবে। বিকেলে উষ্ণতা। ডালাসফোর্ট ওয়ার্থে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৮০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি।

তবে সোমবার রাতেই উত্তর দিক থেকে ঢুকবে শীতল বায়ু প্রবাহ। মঙ্গলবার সকাল হবে মৃদু ঠান্ডা, তাপমাত্রা ৬০ ডিগ্রির ঘরে। বিকেলে উত্তর দিকের বাতাসের গতি ঘণ্টায় ৩৫৪০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। রাত নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামবে ৪০ ডিগ্রির ঘরে, আর ঝোড়ো হাওয়ায় অনুভূত তাপমাত্রা আরও কম মনে হবে।

বুধবার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে, দিনে তাপমাত্রা ৬০ ডিগ্রির ওপরে উঠতে কষ্ট হবেযা গড়ের চেয়ে প্রায় ১২ ডিগ্রি কম। বৃহস্পতিবার সকালে উত্তর টেক্সাসের কিছু এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে ৩০ ডিগ্রির মাঝামাঝি পর্যন্ত। তবে রোদ উঠলে বিকেলে তাপমাত্রা কিছুটা বাড়বে, পৌঁছাবে ৬০-এর ঘরে।

শুক্রবার সকালে হালকা কুয়াশা তুষারপাতের সম্ভাবনা থাকলেও বিকেলে আবহাওয়া কিছুটা উষ্ণ হবে। হ্যালোইনের দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৭০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। রাতের দিকে এবং শনিবার ভোরে হালকা বৃষ্টিও হতে পারে।

তথ্যসূত্র: ফক্স ফোর