ফিল্মি স্টাইলে লুভ মিউজিয়ামে দুর্ধর্ষ চুরি
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনই এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটল প্যারিসের বিশ্বখ্যাত লুভ মিউজিয়াম। মাত্র ৭ মিনিটে মহামূল্যবান সামগ্রী চুরি করে নির্বিঘ্নে সটকে পড়ল চোররা!
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনই এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটল প্যারিসের বিশ্বখ্যাত লুভ মিউজিয়াম। মাত্র ৭ মিনিটে মহামূল্যবান সামগ্রী চুরি করে নির্বিঘ্নে সটকে পড়ল চোররা!
ফান্সের পুলিশ জানায়, ডাকাতরা ‘চেরি পিকার’ ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ ব্যবহার করে বাইরে থেকে জানালা ভেঙে ঢোকে এবং কাচ কেটে নেপোলিয়ন যুগের ঐতিহাসিক গয়নার সংগ্রহশালা থেকে ৯টি অলংকার নিয়ে পালিয়ে যায়।।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে জানান, চোরেরা মিউজিয়ামের বিখ্যাত ‘অ্যাপোলো গ্যালারি’ লক্ষ্য করে পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে। তার ভাষায়, ‘এটা নিঃসন্দেহে এমন একটি দল, যারা আগে থেকেই জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল।’
চুরির পর চোররা মোটরসাইকেলে করে দ্রুত এ ৬ মোটরওয়ের দিকে পালিয়ে যায়। লুভ কর্তৃপক্ষ জানায়, চুরি হওয়া অলংকারের একটি পরে মিউজিয়ামের বাইরে উদ্ধার করা হয়েছে।
ঘটনার পরই পুরো জাদুঘর খালি করে তদন্ত শুরু করে ফরেনসিক দল। কর্মকর্তারা জানান, চুরি হওয়া গয়নাগুলোর আর্থিক মূল্য অনুমান করা না গেলেও এগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিমেয়।
প্যারিস সেন্টারের মেয়র অ্যারিয়েল ওয়েইল বলেন, ‘লুভরের মতো নিরাপত্তা বলয় পেরিয়ে এমন চুরি সত্যিই অবিশ্বাস্য—এমন দৃশ্য আমরা শুধু সিনেমায় দেখি।’
চুরির ঘটনায় ফরাসি রাজনীতিক জর্ডান বারদেলা এক্সে লেখেন, ‘লুভর ফরাসি সংস্কৃতির বৈশ্বিক প্রতীক। রাজকীয় গয়না চুরি আমাদের জন্য এক অসহনীয় অপমান।’
সংগঠিত চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটর অফিস। নিরাপত্তা ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রের সূত্র খোঁজা হচ্ছে। ঘটনাটি ফ্রান্সজুড়ে জাদুঘরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র: বিবিসি