ডালাসে শিশু হত্যায় কাশ গেরননের যাবজ্জীবন কারাদণ্ড
চার বছরের শিশুকে অপহরণ ও ছুরিকাঘাতের হত্যায় অভিযুক্ত ড্যারিন ব্রাউন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন।
২০২১ সালে চার বছরের শিশু কাশ গেরননের অপহরণ ও ছুরিকাঘাতে খুন করা হয়। এই হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয় ২২ বছর বয়সী ড্যারিন ব্রাউনের বিপক্ষে। তার মুল হত্যা মামলার জুরি নির্বাচন সোমবার শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগে ব্রাউন হত্যার দায় স্বীকার করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পান।
কাশের দেহ সাউথওয়েস্ট ডালাসের স্যাডলারিজ ড্রাইভে পাওয়া যায়। পুলিশ যেদিন গেরননের মরদেহ খুঁজে পায়, সেদিনিই তারা ব্রাউনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি এফিডেভিটে ডিএনএ প্রমাণ এবং শিশুর ক্যামেরায় ধরা ভিডিও ব্রাউনের সঙ্গে ঘটনার সম্পর্ক প্রমাণ করে বলে উল্লেখ ছিল।
মামলাটি কিছুদিন বিলম্বিত হয়েছিল, কারণ ব্রাউনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সম্প্রতিক সময়ে তাকে মামলার জন্য সক্ষম ঘোষণা করা হয়।
তথ্যসূত্র: ফক্স ফোর