এবার ডালাস মাভেরিকসের বিরুদ্ধে পাল্টা মামলা ডালাস স্টারসের

আমেরিকান এয়ারলাইনস সেন্টার (এএসি) নিয়ে আইনি লড়াইয়ে ডালাস মাভেরিকসের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ডালাস স্টারস। মাভেরিকসের মামলাকে ‘অ্যারেনা দখলের চেষ্টা’ হিসেবে দেখছে তারা।

Nov 1, 2025 - 00:46
এবার ডালাস মাভেরিকসের বিরুদ্ধে পাল্টা মামলা ডালাস স্টারসের
আমেরিকান এয়ারলাইনস সেন্টারের নিয়ন্ত্রণ নিয়ে ডালাসের নিয়ে দ্বন্দ্ব আরও গভীর হয়েছে। ছবি: ডালাস বিজনেস জার্নাল

আমেরিকান এয়ারলাইনস সেন্টার (এএসি) নিয়ে আইনি লড়াইয়ে ডালাস মাভেরিকসের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ডালাস স্টারস। মাভেরিকসের মামলাকেঅ্যারেনা দখলের চেষ্টাহিসেবে দেখছে তারা।

মঙ্গলবার রাতে টেক্সাস বিজনেস কোর্টে দায়ের করা পাল্টা মামলায় স্টারসের আইনজীবী জোশুয়া এম. স্যান্ডলার বলেন, ‘এই মামলার লক্ষ্য হলো এএসিকে বিশ্বমানের ভেন্যু হিসেবে বজায় রাখা এবং ম্যাভেরিকসের একক নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা প্রতিহত করা।

মাত্র ১২ ঘণ্টা আগে ম্যাভেরিকস মালিকপক্ষ ২৫৩ পৃষ্ঠার একটি পিটিশন দাখিল করেছিল, যাতে তারা স্টারসের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছিল। মাভেরিকসের দাবি, স্টারস তাদের ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত ভেঙে ২০০৩ সালে কর্পোরেট সদর দপ্তর ডালাসের বাইরে ফ্রিসকোতে সরিয়ে নিয়েছে।

তবে স্টারস বলছে, মাভেরিকসের এমন অভিযোগ করার কোনো আইনগত অধিকার নেই, কারণ চুক্তিভঙ্গ হয়েছে কি না তা নির্ধারণের ক্ষমতা কেবল ডালাস সিটির। দলটি আরও দাবি করেছে, মাভেরিকস বেআইনিভাবে তাদের রাজস্বের অংশ আটকে রেখেছে, যার পরিমাণ দশ মিলিয়ন ডলারেরও বেশি।

ডালাসের এই বড় দুই দলের সম্পর্ক গত এক বছরে শীতলতর হয়েছে। ২০৩১ সালে আমেরিকান এয়ারলাইনস সেন্টারের লিজ শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাভেরিকস ডালাসেই নতুন বাস্কেটবল অ্যারেনা নির্মাণে আগ্রহী, আর স্টারস বিকল্প হিসেবে প্লানো ফ্রিসকো শহরের সঙ্গে আলোচনা চালাচ্ছে। প্লানোতে উইলো বেন্ড মলের জায়গায় এক বিলিয়ন ডলারের নতুন অ্যারেনা নির্মাণের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

২০২৪ সালের অক্টোবরেই মাভেরিকস প্রথমবারের মেো স্টারসের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তোলে এবং পরদিনই এএসির পরিচালনা কোম্পানির স্টারস অংশের নিয়ন্ত্রণ নেয়। শহর কর্তৃপক্ষও মাভেরিকসের পক্ষে অবস্থান নেয়।

স্টারসের প্রেসিডেন্ট ব্র্যাড অ্যালবার্টস বলেন, ‘এই পরিস্থিতি দুঃখজনক। আমরা কখনোই মাভেরিকসের প্রতিদ্বন্দ্বী ছিলাম না, বরং একসঙ্গে কাজ করে এই অ্যারেনাকে ডালাসের সেরা বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছি।

এখন দুই দলের আইনি লড়াই টেক্সাস আদালতে চলবে। আর ততদিন পর্যন্ত আমেরিকান এয়ারলাইন্স সেন্টার ডালাসের খেলাধুলার মঞ্চের চেয়ে বরং হয়ে উঠেছে আদালতের এক নতুন যুদ্ধক্ষেত্র।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ