ডালাসে বিশ্বকাপ ২০২৬ প্রস্তুতি: ফেয়ার পার্কে চালু হলো স্বেচ্ছাসেবক কেন্দ্র

ফেয়ার পার্কে ফিফা বিশ্বকাপ ২০২৬ স্বেচ্ছাসেবক কেন্দ্র উদ্বোধন করেছে ডালাস সিটি। ন্যুট্রিশন অ্যান্ড ফাইবার প্যাভিলিয়নে স্থাপিত ২৫ হাজার বর্গফুটের এই কেন্দ্রটি বিশ্বকাপ ঘিরে শহরের প্রস্তুতিতে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এখানেই প্রশিক্ষণ নেবে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক, যারা টুর্নামেন্টের বিভিন্ন দায়িত্বে কাজ করবে।

Nov 20, 2025 - 23:26
ডালাসে বিশ্বকাপ ২০২৬ প্রস্তুতি: ফেয়ার পার্কে চালু হলো স্বেচ্ছাসেবক কেন্দ্র
ফেয়ার পার্কে উদ্বোধন করা হলো স্বেচ্ছাসেবক কেন্দ্র। ছবি: ডব্লিউএফএএ

ফেয়ার পার্কে ফিফা বিশ্বকাপ ২০২৬ স্বেচ্ছাসেবক কেন্দ্র উদ্বোধন করেছে ডালাস সিটি। ন্যুট্রিশন অ্যান্ড ফাইবার প্যাভিলিয়নে স্থাপিত ২৫ হাজার বর্গফুটের এই কেন্দ্রটি বিশ্বকাপ ঘিরে শহরের প্রস্তুতিতে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এখানেই প্রশিক্ষণ নেবে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক, যারা টুর্নামেন্টের বিভিন্ন দায়িত্বে কাজ করবে।

এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ টেক্সাস ওয়ার্ল্ড কাপ হোস্ট কমিটির নির্বাহী মনিকা পল ডালাস সিটি ম্যানেজার কিম্বারলি বিজর টোলবার্ট। কর্মকর্তারা জানান, প্রায় ১৫ হাজার আবেদনকারীর মধ্যে থেকে ,১০০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। এটিই হবে আয়োজক শহরগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্বেচ্ছাসেবক দল।

স্বেচ্ছাসেবকদের দায়িত্বে থাকবে অ্যাক্রেডিটেশন, সেরিমনি, ভক্তসেবা, ভাষাসহায়তা থেকে শুরু করে নানা অপারেশনাল সাপোর্ট। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দায়িত্ব বণ্টন হবে। কেন্দ্রটিতে স্বেচ্ছাসেবকদের বিশ্বকাপের ইতিহাস টুর্নামেন্ট চলাকালে ডালাস তাদের ভূমিকা কী হবে সে সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে তাদের।

এদিকে, আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র (আইবিসি) স্থাপনে কেবি হাচিসন কনভেনশন সেন্টার ব্যবহারের অনুমোদন দিয়েছে সিটি কাউন্সিল। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চলবে সম্প্রচার কেন্দ্রের কার্যক্রম। ভেন্যুটি ফিফার মানদণ্ডে আনতে ছাদ মেরামতসহ প্রাথমিক সংস্কারে খরচ হবে লাখ ডলার।

টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে সবচেয়ে বেশি ম্যাচ হলেও, প্রস্তুতি মিডিয়া অপারেশনের বড় অংশই পরিচালিত হবে ডালাসকে ঘিরে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো কানাডায় আয়োজিত বিশ্বকাপ ১৯৯৪ সালের পর উত্তর আমেরিকায় ফুটবলের সবচেয়ে বড় প্রত্যাবর্তন।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ