টেক্সাস-ওইউ ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডার্ট ট্রেনের আশ্বাস

টেক্সাস-ওকলাহোমা ফুটবল ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই প্রস্তুতি জোরদার করেছে ডালাস এরিয়া র‌্যাপিড ট্রানজিট (ডার্ট)। গত এক সপ্তাহে দুইটি আলাদা স্টেশনে দুইজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় আসন্ন ম্যাচটিকে ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

Oct 10, 2025 - 15:13
টেক্সাস-ওইউ  ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডার্ট ট্রেনের আশ্বাস
টেক্সাস-ওইউ ম্যাচে এবারও ফেয়ার পার্কের কটন বোলে এমন রূপ নেবে বলে আশা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

টেক্সাস-ওকলাহোমা ফুটবল ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই প্রস্তুতি জোরদার করেছে ডালাস এরিয়া র‌্যাপিড ট্রানজিট (ডার্ট) গত এক সপ্তাহে দুইটি আলাদা স্টেশনে দুইজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় আসন্ন ম্যাচটিকে ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

শনিবার ফেয়ার পার্কের কটন বোলে হবে যুক্তরাষ্ট্রের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ ফুটবল প্রতিদ্বন্দ্বিতা। এই ম্যাচে প্রায় লাখ ২০ হাজার দর্শকের আশা করা হচ্ছে। এই সময় ট্রেনগুলোতে যাত্রীর ভিড় হবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তবে যাত্রীদের সবচেয়ে বড় উদ্বেগ এখন নিরাপত্তা।

ডার্টের জনসংযোগ পরিচালক জেসমিন কার্টার বলেন, ‘আমাদের জন্যি এটি বছরের অন্যতম ব্যস্ত দিন। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

গত সোমবার ডালাসের মার্কেট সেন্টার স্টেশনে গুলিতে নিহত হন রেস্তোরাঁ ব্যবসায়ী মেল লেমেনের কর্মচারী ড্যানিয়েল গরমলি। ডার্ট পুলিশের তথ্যমতে, ঝগড়ার জেরে আরেক যাত্রীর গুলিতে নিহত হন ৫৩ বছর বয়সী গরমলি, যিনি সেদিনই জন্মদিন উদযাপন শেষে বাসায় ফিরছিলেন।

তার মাত্র ছয় দিন পর, রোববার পার্ল/আর্টস ডিস্ট্রিক্ট স্টেশনে ঘটে আরেকটি গুলির ঘটনা। পুলিশ জানায়, এক ব্যক্তিজেসন-স্টাইল হকি মাস্কপরে এক যাত্রীকে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করে।

ডার্ট পুলিশ প্রধান চার্লস ক্যাটো বলেন, ‘এমন ঘটনা যাতে না ঘটে প্রতিদিন আমরা সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ট্র্যাজেডি যেকোনো মুহূর্তে ঘটতে পারে। কিছু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে্ও নেই।

দুই ঘটনার সঙ্গেই সংশ্লিষ্ট সন্দেহভাজনদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডার্ট।

আসন্ন ম্যাচ উপলক্ষে ডার্ট বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। কার্টার জানান, ‘আপনারা ট্রানজিট নিরাপত্তা কর্মকর্তা, ডার্ট পুলিশ এবং ফেয়ার এনফোর্সমেন্ট অফিসারদের উপস্থিতি দেখতে পাবেন। কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে সরাসরি তাদের সঙ্গে কথা বলুন।

ডালাসের গণপরিবহন ব্যবস্থার প্রধান জানিয়েছে, তারা যাত্রীদের নিরাপত্তা আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে এমন এক সপ্তাহান্তে, যখন পুরো শহরই ডার্ট ট্রেনে ভর করে ম্যাচে ছুটবে।

তথ্যসূত্র: এনবিসি