টেক্সাসে রেস্তোরাঁয় আগুন লাগিয়ে আটক

টেক্সাসের করসিকানা শহরে প্রায় দুই দশকের পুরনো জনপ্রিয় রেস্তোরাঁ নাপোলিস বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় রেস্তোরাঁর ওপরে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

Oct 16, 2025 - 01:22
টেক্সাসে রেস্তোরাঁয় আগুন লাগিয়ে আটক
আগুনে পুড়ে যাওয়া নাপোলিস বার অ্যান্ড রেস্তোরাঁ। পাশের ছবিতে আগুন লাগানোর আগে সিসি ক্যামেরার ছবিতে অভিযুক্ত সালভাদর সানদোভাল। ছবি: ফক্স ফোর

টেক্সাসের করসিকানা শহরে প্রায় দুই দশকের পুরনো জনপ্রিয় রেস্তোরাঁ নাপোলিস বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। ঘটনায় রেস্তোরাঁর ওপরে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

রোববার ভোরে আগুন লাগার পর রেস্তোরাঁর মালিক আরদিজান শালা প্রথমে ভেবেছিলেন এটি বৈদ্যুতিক ত্রুটি। কিন্তু দমকল কর্মকর্তারা রান্নাঘরের পাশে গ্যাসের একটি ক্যান খুঁজে পান, যা আগে সেখানে ছিল না। পরে নিরাপত্তা ক্যামেরায় দেখা যায়, এক ব্যক্তি রেস্তোরাঁয় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন।

রেস্তোরাঁটির উপরতলায় ঘুমিয়ে ছিলেন তিনজন, তাদেরই একজন রেস্তোরাঁর কর্মচারী সামান্থা হেরি। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে তিনি জেগে উঠেন এবং ৯১১- ফোন দেন। পুলিশ এসে সবাইকে দ্রুত নিরাপদে বের করে আনে।

ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ অভিযুক্ত হিসেবে ৪৩ বছর বয়সী সালভাদর সানদোভালকে শনাক্ত করে গ্রেপ্তার করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন ধরানোর সময় তার মুখ ঢাকা ছিল না এবং আগুণ ধরানোর পর নিরাপত্তা ক্যামেরার দিকে তাকিয়ে স্যালুট দেয়।

 রেস্তোরাঁর মালিক মালিক শালা বলেন, ‘লোকটিকে আমি চিনিই না, কেন এমন করল বুঝতে পারছি না।কর্মচারী হেরিও জানান, ‘বিশ্বাসই হচ্ছে না কেউ ইচ্ছে করে আমাদের সঙ্গে এমনটা করতে পারে।

রেস্তোরাঁর বেশিরভাগ অংশ বহু মূল্যবান স্মারক আগুনে পুড়ে গেছে। স্থানীয় যাদের এই রেস্তোরাঁয় যাতায়াত ছিল, তারা মালিকের দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন। যা দেখে মুগ্ধ রেস্তোরাঁর কর্মচারী হেরি, ‘এমন সময়ে সবার ভালোবাসা আর সহায়তাই আমাদের সাহস জোগাচ্ছে।

পুলিশ এখনো অগ্নিসংযোগের কারণ সম্পর্কে কিছু জানায়নি। সালভাদর সানদোভাল নাভারো কাউন্টি জেলে আটক আছেন।

তথ্যসূত্র: ফক্স ফোর