কেন্টাকিতে ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্তে নিহত ৭
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ইউপিএসের একটি কার্গো প্লেন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ইউপিএসের একটি কার্গো প্লেন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।
ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। উড্ডয়নের কিছুক্ষণ পরই প্লেনটি বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। আকাশে কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। গভর্নর বেসিয়ার বলেন, নিহতদের মধ্যে তিনজন ক্রু সদস্যও থাকতে পারেন।
হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশে যাত্রা করা ইউপিএস ফ্লাইট ২৯৭৬–এ প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল। প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের ভবনে ধাক্কা খায়, এরপর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের অন্তত দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
দুর্ঘটনার পর আশেপাশে পাঁচ মাইল এলাকায় লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়, পরে তা এক মাইলে সীমিত করা হয়। মঙ্গলবার সন্ধ্যার সব ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
লুইসভিল ফায়ার বিভাগের প্রধান ব্রায়ান ও’নিল জানান, আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে, তবে উদ্ধারকাজ এখনও চলছে। শতাধিক কর্মী অংশ নিচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধানে।
এ ঘটনায় কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্তে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবিও)।
ইউপিএসের বিবৃতিতে বলা হয়, তারা গভীরভাবে মর্মাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্ঘটনার পর লুইসভিলের ওয়ার্ল্ডপোর্ট হাবে প্যাকেজ বাছাই কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
লুইসভিল মেয়র ক্রেগ গ্রিনবার্গ এক্সে পোস্টে বলেন, ‘এটি আমাদের শহরের জন্য এক অবিস্মরণীয় ট্র্যাজেডি। আমরা কৃতজ্ঞ সাহসী উদ্ধারকর্মীদের প্রতি, যারা ঘটনাস্থলে ছুটে গেছেন।’
তথ্যসূত্র: বিবিসি