ওল্ড ইস্ট ডালাসে গুলিতে আহত ৪, দুজন আটক

ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল ও গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে এ ঘটনা ঘটে।

Oct 19, 2025 - 23:01
ওল্ড ইস্ট ডালাসে গুলিতে আহত ৪, দুজন আটক
শনিবার রাতে ডালাসের ওল্ড ইস্ট এলাকায় গুলিবর্ষনের পর ঘটনায় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ছবি: ফক্স ফোর

ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একদল মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে দুজনকে জায়গা ছেড়ে যেতে বলা হলে, তাদের একজন ভবনের ভেতরে গুলি চালায়। গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে দৌড়ে ভবন থেকে বেরিয়ে আসেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। পরে আরও তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ডালাস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আহতদের পরিচয় এবং হামলার মোটিভ এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে।

তথ্যসূত্র: ফক্স ফোর