ফোর্ট ওয়ার্থে বিমান বিধ্বস্ত, নিহত ২

ফোর্ট ওয়ার্থের ট্যারান্ট কাউন্টিতে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে নর্থ স্যাগিনাও বুলেভার্ডের ১২৭০০ ব্লকে হিকস এয়ারফিল্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Oct 12, 2025 - 23:53
ফোর্ট ওয়ার্থে বিমান বিধ্বস্ত,  নিহত ২
দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে আগুন ধরে যায়। ছবি: সিবিএস নিউজ

ফোর্ট ওয়ার্থের ট্যারান্ট কাউন্টিতে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে নর্থ স্যাগিনাও বুলেভার্ডের ১২৭০০ ব্লকে হিকস এয়ারফিল্ডের কাছে দুর্ঘটনা ঘটে।

ফোর্ট ওয়ার্থ ফায়ার ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের পরপরই একাধিক কল পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানটি বিধ্বস্ত হয়ে বেশ কয়েকটি ১৮-চাকার ট্রাক ট্রেলারকে আঘাত করে, ফলে ভয়াবহ আগুন ধরে যায়। প্রায় ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আগুনের বলয় ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়, তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলে অন্তত ১০টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশে আগুন ধরে যায়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার সি৯০, যা ফোর্ট ওয়ার্থ অ্যালায়েন্স এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছিল। বিমানটির গন্তব্য কোথায় ছিল তা অবশ্য জানা যায়নি।

দুর্ঘটনা তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ট্যারান্ট কাউন্টি, হ্যাসলেট, স্যাগিনাওসহ আশপাশের শহর থেকে একাধিক জরুরি উদ্ধারদল ঘটনাস্থলে কাজ করেছে।

তদন্তাধীন এই ঘটনায় কর্তৃপক্ষ এখনো কারণ নিশ্চিত করতে পারেনি।

তথ্যসূত্র: সিবিএস নিউজ