টেক্সাসের ফারমার্স ব্রাঞ্চে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১
লাল সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে টেক্সাসের ফারমার্স ব্রাঞ্চে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।
লাল সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে টেক্সাসের ফারমার্স ব্রাঞ্চে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে মার্শ লেন ও উডেড ক্রিক ড্রাইভের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। তদন্তে দেখা গেছে, একটি শেভরলে টাহো উত্তরমুখী পথে লাল সংকেত উপেক্ষা করে চলার সময় একটি মাজদা গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
ঘটনাস্থলেই মাজদার চালকের মৃত্যু হয়। টাহো গাড়ির চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ