‘ট্রাম্পকে কীভাবে হারাতে হয় দেখিয়েছি’
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক নেতাবৃন্দের উদীয়মান মুখ জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিভিন্ন নিউজ এজন্সি আংশিক ফলাফলের ভিত্তিতে তাকে জয়ী ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক নেতাবৃন্দের উদীয়মান মুখ জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিভিন্ন নিউজ এজন্সি আংশিক ফলাফলের ভিত্তিতে তাকে জয়ী ঘোষণা করেছে।
বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জোহরান মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া এই জাতিকে এই শহর (নিউইয়র্ক) দেখিয়েছে কীভাবে তাকে হারাতে হয়।'
ট্রাম্প, যিনি মামদানির সমাজতান্ত্রিক নীতির তীব্র সমালোচক, নির্বাচনী প্রচারণার সময় তাকে বারবার নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন। ভোটের আগের রাতে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে ছেড়ে কুয়োমোকে সমর্থন জানালেও শেষপর্যন্ত কুয়োমো পরাজিত হন।
অর্থনীতি, বাসস্থান ও পুলিশ সংস্কারের মতো ইস্যুতে সমাজতান্ত্রিক-মুখী এজেন্ডা নিয়ে পরিচিত মামদানির দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা এবং তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন জয়ের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: এএফপি