বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় ডালাস, যুক্তরাষ্ট্রে ষষ্ঠ

গত এক দশকে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুতগতিতে মিলিয়নিয়ার বৃদ্ধির শহরগুলোর মধ্যে ডালাস অন্যতম। আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং নিউ ওয়ার্ল্ড ওয়েলথ কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

May 16, 2025 - 11:42
ছবিঃ আনস্প্ল্যাশের সৌজন্যে
1 / 1

গত এক দশকে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুতগতিতে মিলিয়নিয়ার বৃদ্ধির শহরগুলোর মধ্যে ডালাস অন্যতম। আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং নিউ ওয়ার্ল্ড ওয়েলথ কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

“দ্য ওয়ার্ল্ড’স ওয়েলথিয়েস্ট সিটিজ ইন ২০২৫” শীর্ষক প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে মিলিয়নিয়ারের সংখ্যায় ডালাস বিশ্বের মধ্যে নবম স্থানে রয়েছে। বর্তমানে ডালাসে ৭২ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার, ১৩৪ জন সেন্টি-মিলিয়নিয়ার (যাদের ন্যূনতম ১০ কোটি ডলার পরিমাণ নগদ বিনিয়োগযোগ্য সম্পদ রয়েছে) এবং ১৬ জন বিলিয়নিয়ার রয়েছেন।

মোট মিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে ডালাস বিশ্বে ২১তম এবং যুক্তরাষ্ট্রে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। এই তালিকায় নিউইয়র্ক সিটি ( ৩ লাখ ৮৪ হাজার ৫০০ জন মিলিয়নিয়ার) প্রথম, বে এরিয়া (৩ লাখ ৪২ হাজার ৪০০ জন) দ্বিতীয়, এবং টোকিও (২ লখা ৯২ হাজার৩০০ জন) তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা ৫০টি শহরের মধ্যে কেবল দুটি শহরে মিলিয়নিয়ারের সংখ্যা হ্রাস পেয়েছে—  লন্ডনে ১২ শতাংশ এবং মস্কোতে ২৫ শতাংশ।

গত দশকে মিলিয়নিয়ার বৃদ্ধির দিক থেকে যেসব শহর শীর্ষে রয়েছে, তার মধ্যে চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে:

  • শেনজেন, চীন
  • হাংজু, চীন
  • দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  • বে এরিয়া, যুক্তরাষ্ট্র
  • মায়ামি, যুক্তরাষ্ট্র
  • ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  • অস্টিন, যুক্তরাষ্ট্র
  • গুয়াংজু, চীন
  • ডালাস, যুক্তরাষ্ট্র
  • দিল্লি, ভারত