এবার ডালাসে বন্যার আশঙ্কা

স্থানীয় সময় গত শনিবার ও রবিবারের টানা বৃষ্টিতে টেক্সাসের হিল কান্ট্রির কিছু এলাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। এরই মধ্যে আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সোমবার সকালেই ডালাস কাউন্টির উত্তর-পূর্বাংশে বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে, যা সকাল ১০:৪৫ পর্যন্ত কার্যকর থাকবে।

Jul 7, 2025 - 12:51
এবার ডালাসে বন্যার আশঙ্কা
ছবি: এআই জেনারেটেড

স্থানীয় সময় গত শনিবার রবিবারের টানা বৃষ্টিতে টেক্সাসের হিল কান্ট্রির কিছু এলাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। এরই মধ্যে আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সোমবার সকালেই ডালাস কাউন্টির উত্তর-পূর্বাংশে বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে, যা সকাল ১০:৪৫ পর্যন্ত কার্যকর থাকবে।

এই বন্যা মূলত নিম্নাঞ্চল বা যেসব এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল, সেখানে ছোটখাটো জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি, ওয়াকো পার্শ্ববর্তী কাউন্টিগুলোতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে থেকে ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এই সতর্কতা সন্ধ্যা ৭টা পর্যন্ত জারি থাকবে।

ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলে সোমবার দিনের বেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। তবে সন্ধ্যার দিকে এই সম্ভাবনা কিছুটা কমবে। ডিএফডব্লিউ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (সোমবার) আনুমানিক দশমিক ২ ইঞ্চি বৃষ্টি হতে পারে, যদিও কিছু এলাকায় বৃষ্টিপাত এর চেয়ে বেশি হতে পারে।

বৃষ্টির কারণে আজ তাপমাত্রা কিছুটা কম থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৯০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস), তবে গরম অনুভূত হবে ৯৭ ডিগ্রি পর্যন্ত।

সূত্র: ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এনবিসি ৫ টিভি চ্যানেল