রেকর্ড ৪৩ দিনের শাটডাউন শেষের পথে, হাউসে ভোট আজ
যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪৩ দিন ধরে চলা সরকারি শাটডাউন অবসানের পথে। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিলের ওপর ভোট হবে। শাটডাউনের কারণে লাখো ফেডারেল কর্মচারী বেতন ছাড়াই কাজ করছেন, খাদ্য সহায়তা বিলম্বিত হয়েছে এবং আংশিকভাবে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪৩ দিন ধরে চলা সরকারি শাটডাউন অবসানের পথে। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিলের ওপর ভোট হবে। শাটডাউনের কারণে লাখো ফেডারেল কর্মচারী বেতন ছাড়াই কাজ করছেন, খাদ্য সহায়তা বিলম্বিত হয়েছে এবং আংশিকভাবে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
বিল পাস হলে সরকারি কার্যক্রম জানুয়ারি ৩০ পর্যন্ত চালু থাকবে। বরখাস্ত ফেডারেল কর্মীরা পুনর্বহাল হবেন, বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং জানুয়ারির শেষ পর্যন্ত নতুন ছাঁটাইও বন্ধ থাকবে। খাদ্য সহায়তা কার্যক্রম আবার সচল হবে, এবং বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে।
স্পিকার মাইক জনসন জানিয়েছেন, সিনেটে চূড়ান্ত সমঝোতার মাধ্যমে বিলটি পাস হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন থাকায় রিপাবলিকানরা এতে একত্রিত থাকবে। হাউসের ডেমোক্র্যাটরা বিলটির বিরোধিতা করলেও সংখ্যাগরিষ্ঠতার কারণে তা পাস হওয়ার সম্ভাবনা বেশি। হাউস ফ্রিডম ককাসের রক্ষণশীল নেতা অ্যান্ডি হ্যারিসও বিলের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ডেমোক্র্যাটরা চাইছিলেন, বিলের সঙ্গে ‘ওবামাকেয়ার’ স্বাস্থ্যবিমা ভর্তুকি বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত হোক। কিন্তু সেটি অন্তর্ভুক্ত হয়নি। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন ভবিষ্যতে ওই ভর্তুকি নিয়ে আলাদা ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তা কার্যকর হবে কি না, অনিশ্চিত। মেইনের গভর্নর ও সিনেট প্রার্থী জ্যানেট মিলস সমঝোতার সমালোচনা করেছেন, বললেন, ‘কংগ্রেসের মেরুদণ্ড হারিয়েছে।’
পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, ‘সরকার না খুললে সপ্তাহান্তে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ শাটডাউন শিথিল হলেও বিমান চলাচল স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে এবং দরিদ্র আমেরিকানদের খাদ্য সহায়তা পৌঁছাতে আরও দেরি হবে।
শাটডাউন শেষে কংগ্রেসকে দ্রুত বাকি বাজেট বিল এবং প্রতিরক্ষা নীতিমালা পাস করতে হবে, যা অর্থবছরের বাকি সময়ের সরকারি কার্যক্রম সচল রাখবে। হাউসে ভোটের আগে নতুন সদস্য অ্যাডেলিটা গ্রিহালভাকে শপথ করানো হবে, যিনি প্রয়াত কংগ্রেসম্যান রাউল গ্রিহালভার স্থলাভিষিক্ত হচ্ছেন। শাটডাউনের সময় তাকে শপথ করাতে অস্বীকৃতি জানানোয় ডেমোক্র্যাটদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
সবকিছু ঠিকঠাক থাকলে বুধবারের ভোটে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে পারে। ভোটেই নির্ধারিত হবে—যুক্তরাষ্ট্র সরকার আবার পূর্ণভাবে সচল হবে নাকি অচলাবস্থা আরও দীর্ঘায়িত হবে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ ও রয়টার্স