কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক সম্রাট’ বললেন ট্রাম্প, সহায়তা বন্ধের ঘোষণা
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘মাদক সম্রাট’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে রোববার পোস্ট দিয়ে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র আর দেশটিকে কোনো ধরনের সহায়তা বা ভর্তুকি দেবে না।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘মাদক সম্রাট’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে রোববার পোস্ট দিয়ে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র আর দেশটিকে কোনো ধরনের সহায়তা বা ভর্তুকি দেবে না।
ট্রাম্প বলেন, ‘পেত্রো দেশটিতে মাদক উৎপাদনকে উৎসাহ দিচ্ছেন। এটা এখন কলম্বিয়ার সবচেয়ে বড় ব্যবসা। যুক্তরাষ্ট্রের কোটি ডলারের সহায়তা শুধু প্রতারণা ছাড়া আর কিছু নয়। আজ থেকে কলম্বিয়াকে কোনো ধরনের অর্থ প্রদান বা ভর্তুকি দেওয়া হবে না।’
এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট পেত্রো এক্সে দাবি করেন, যুক্তরাষ্ট্র গত মাসে ক্যারিবীয় সাগরে একটি মাছ ধরার নৌকায় হামলা চালায়, যেটিকে ভুলভাবে ‘মাদকবাহী নৌকা’ বলা হয়েছিল। এতে এক জেলে নিহত হন। পেত্রোর অভিযোগ, এটি আসলে কলম্বিয়ার সার্বভৌম ভূখণ্ডে হামলা।
ওয়াশিংটনের দাবি, এসব অভিযান মাদক পাচার রোধ ও যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঠেকানোর অংশ। গত বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে আরেকটি নৌকায় হামলা চালায়, যা গত এক মাসে ষষ্ঠ অভিযান। ওই ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার হয়, যার একজন কলম্বিয়ার ও আরেকজন ইকুয়েডরের নাগরিক।
কলম্বিয়ার মাদক উৎপাদন ‘যুক্তরাষ্ট্রে মৃত্যুর ও ধ্বংসের কারণ হয়ে উঠছে’ বলে মনে করেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ‘পেত্রো যদি এখনই এসব হত্যাক্ষেত্র বন্ধ না করেন, তাহলে যুক্তরাষ্ট্রই তা বন্ধ করবে এবং সেটা ভালোভাবে হবে না।’
প্রতিক্রিয়ায় পেত্রো এক্স হ্যান্ডলে জানান, তিনি নিজ দেশে মাদকবিরোধী লড়াইয়ের প্রধান নেতা। ট্রাম্পের মন্তব্যকে ‘অশোভনীয়’ ও ‘অজ্ঞতাপূর্ণ’ বলেন তিনি।।
তথ্যসূত্র: সিবিএস নিউজ