ডিডিকে ট্রাম্পের ক্ষমা করার খবরকে ‘মিথ্যা’ বলছে হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, র‍্যাপার ও সংগীত শিল্পপতি শন ‘ডিডি’ কম্বসকে ক্ষমা বা সাজা মওকুফের কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই।

Oct 22, 2025 - 23:01
ডিডিকে ট্রাম্পের ক্ষমা করার খবরকে ‘মিথ্যা’ বলছে হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এবং অফিস দুটিই হোয়াইট হাউস। ছবি: ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব ডিফেন্স

হোয়াইট হাউস জানিয়েছে, ্যাপার সংগীত শিল্পপতি শনডিডি’ কম্বসকে ক্ষমা বা সাজা মওকুফের কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই।

মার্কিন বিনোদনমাধ্যম টিএমজেড সোমবার এক প্রতিবেদনে দাবি করে, ট্রাম্প ডিডির সাজা কমানোর বিষয়েদ্বিধায়আছেন বলে এক শীর্ষ হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়েছিল। তবে পরদিন এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, টিএমজেড-এর প্রতিবেদনের কোনো সত্যতা নেই। প্রেসিডেন্টই একমাত্র ব্যক্তি যিনি ক্ষমা বা সাজা মওকুফের সিদ্ধান্ত নেন।

তবে নিজেদের প্রতিবেদনের পক্ষে অবস্থান নিয়েছে টিএমজেড। অন্যদিকে, ডিডির আইনজীবীরা জানিয়েছেন, তারা তাদের মক্কেলের জন্য প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

গত জুলাইয়ে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ডিডি দোষী সাব্যস্ত হন। তবে অবৈধ ব্যবসা পরিচালনা এবং সেক্স ট্র্যাফ্রিকিংয়ের মতো গুরুতর অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গত অক্টোবর এক ফেডারেল বিচারক তাকে ৫০ মাসের কারাদণ্ড, পাঁচ বছরের তত্ত্বাবধানে মুক্তি এবং লাখ ডলার জরিমানা করেন।

ডিডি দোষ অস্বীকার করেছেন এবং সাজা বাতিলের আবেদন করেছেন।

এর আগে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ডিডির সঙ্গে একসময় সম্পর্ক ভালো ছিল, কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার পর সে আমার বিরুদ্ধে কথা বলেছিল। তাই তাকে ক্ষমা করা এখন কঠিন।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প এরই মধ্যে বিতর্কিত বেশ কয়েকটি ক্ষমা সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে জানুয়ারির ক্যাপিটল হামলায় দোষী সাব্যস্ত প্রায় দেড় হাজার ব্যক্তির মুক্তিও রয়েছে।

তথ্যসূত্র: এনবিসি