টেক্সাসের সেলাইনায় মুর মিডল স্কুলে এবার শিক্ষিকা আটক

টেক্সাসের সেলাইনায় মুর মিডল স্কুলের ইংরেজি শিক্ষিকা জেইনিয়া ওয়াল্ডারকে আটক করেছে পুলিশ। শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ ওই শিক্ষিকা বিরুদ্ধে। বৃহস্পতিবার নেশাগ্রস্ত অবস্থায় তাকে শ্রেণিকক্ষে পাওয়া যায় বলে জানিয়েছে সেলাইনা পুলিশ।

Nov 2, 2025 - 01:29
টেক্সাসের সেলাইনায় মুর মিডল স্কুলে এবার শিক্ষিকা আটক
জেইনিয়া ওয়াল্ডার। ছবি: ফক্স ফোর

টেক্সাসের সেলাইনায় মুর মিডল স্কুলের ইংরেজি শিক্ষিকা জেইনিয়া ওয়াল্ডারকে আটক করেছে পুলিশ। শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ ওই শিক্ষিকা বিরুদ্ধে। বৃহস্পতিবার নেশাগ্রস্ত অবস্থায় তাকে শ্রেণিকক্ষে পাওয়া যায় বলে জানিয়েছে সেলাইনা পুলিশ।

৪০ বছর বয়সী ওয়াল্ডারকে শিশুর নিরাপত্তা বিপন্ন করার দায়ে কোলিন কাউন্টি জেলে পাঠানো হয়েছে। ঠিক কী ঘটেছিল, তা পুলিশ জানায়নি। জেলা প্রশাসনও বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মুর মিডল স্কুলের শিক্ষক আটকের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে মাসের শুরুর দিকে একই স্কুলের ইতিহাস শিক্ষক ফুটবল কোচ ক্যালেব এলিয়টকে ছাত্রদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় খ্যাতনামা কোচ জেলা ক্রীড়া পরিচালক বিল এলিয়টের ছেলে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ক্যালেব এলিয়ট এর আগে সেলাইনা হাই স্কুলে পড়ানোর সময় এক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি ধামাচাপা দিতে তাকে মুর মিডল স্কুলে বদলি করা হয়। সেখানে তিনি লকার রুমে গোপনে ৩০ জনের বেশি শিক্ষার্থীর ছবি ভিডিও ধারণ করেন বলে তদন্তে জানা গেছে।

ঘটনায় ক্যালেব এলিয়ট ছাড়াও স্কুলের প্রধান শিক্ষক, জেলা ক্রীড়া পরিচালক সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে স্বজনপ্রীতি গাফিলতির অভিযোগ উঠেছে। তদন্তের স্বার্থে তাদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর