নতুন রেললাইন চাঙ্গা করবে নর্থ টেক্সাসের যাতায়াত ও পর্যটন, চালু ২৫ অক্টোবর

ফোর্ট ওয়ার্থের কমিউটার ট্রেন পরিষেবার যাত্রীরা খুব শিগগিরই উত্তর টেক্সাসের আরও শহরে সহজে যেতে পারবেন। এ মাসের শেষ দিকে চালু হচ্ছে ডালাস এরিয়া র‍্যাপিড ট্রানজিটের নতুন সিলভার লাইন।

Oct 7, 2025 - 15:14
নতুন রেললাইন চাঙ্গা করবে নর্থ টেক্সাসের যাতায়াত ও পর্যটন, চালু ২৫ অক্টোবর
নতুন রেল লাইন ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি স্টেশনকে কমিউটার ট্রেন পরিষেবার আওতায় নিয়ে আসবে। ছবি: সংগৃহীত

ফোর্ট ওয়ার্থের কমিউটার ট্রেন পরিষেবার যাত্রীরা খুব শিগগিরই উত্তর টেক্সাসের আরও শহরে সহজে যেতে পারবেন। মাসের শেষ দিকে চালু হচ্ছে ডালাস এরিয়া ্যাপিড ট্রানজিটের নতুন সিলভার লাইন।

২৬ মাইল দীর্ঘ এই রেললাইন চালু হচ্ছে ২৫ অক্টোবর। ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি স্টেশনকে কমিউটার ট্রেন পরিষেবার আওতায় নিয়ে আসবে। এই সংযোগ চালু রাখতে পরিচালনার খরচ ভাগাভাগি করতে ডালাস এরিয়া ্যাপিড ট্রানজিট প্রতি বছর ট্রিনিটি মেট্রোকে প্রায় মিলিয়ন ডলার করে দেবে।

উত্তর টেক্সাস কমিশনের প্রেসিডেন্ট সিইও ক্রিস ওয়ালেস বলেন, এই সংযোজন ব্যবসা কর্মসংস্থানে গতি আনবে এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সময় পর্যটনেও বড় ভূমিকা রাখবে। নিটি মেট্রোর সিইও রিচার্ড আন্দ্রেস্কি বলেন, আঞ্চলিক যোগাযোগ কাঠামো ফোর্ট ওয়ার্থকে কর্পোরেট বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তুলবে।

ভবিষ্যতে সিলভার লাইন যুক্ত হবে ডেন্টন, লুইসভিল হাইল্যান্ড ভিলেজের সঙ্গে। এজন্য ডেন্টন কাউন্টি ট্রান্সপোর্টেশন অথরিটি মাইল দীর্ঘ কমিউটার ট্রেন সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা করছে, যা ডাউনটাউন ক্যারলটন পর্যন্ত গিয়ে সিলভার লাইনের সঙ্গে যুক্ত হবে।

ডেন্টন কাউন্টির পরিবহন সংস্থার প্রেসিডেন্ট পল ক্রিস্টিনা গত এপ্রিলেই বলেছিলেন, ‘এটি একটি গেম চেঞ্জার হতে চলেছে।

ফোর্ট ওয়ার্থে ডালাস এরিয়া ্যাপিড ট্রানজিটের নতুন সিলভার লাইন চালু হতে যাচ্ছে এমন সময়, যখন কমিউটার ট্রেন পরিষেবা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আগস্টে যাত্রীসংখ্যা গত বছরের একই মাসের তুলনায় ১১ শতাং বেড়েছে বলে জানিয়েছেন রেল অপারেশন্স ম্যানেজার ব্র্যাড বিসন।

ট্রিনিটি মেট্রো কমিউটার ট্রেনের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশনগুলোর আধুনিকায়নের পরিকল্পনা করছে, যা সিলভার লাইনের সঙ্গে শেয়ার হবে। বিশেষভাবে উত্তর বিমানবন্দর স্টেশনে পার্কিং সম্প্রসারণ করা হতে পারে, যাতে বিমানবন্দর কর্মীরা সেখানে গাড়ি রেখে টার্মিনাল বি পর্যন্ত ছোট যাত্রা করতে পারেন।

নতুন রেল লাইন চালু হতে যাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তেমনই একজন জেমিনি মিলার বলেন, সিলভার লাইন সংযোগের মাধ্যমে তিনি আরও শহরে যেতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সিলভার লাইন যাত্রা নভেম্বর পর্যন্ত ফ্রি থাকবে।

তথ্যসূত্র: ফোর্ট ওয়ার্থ রিপোর্ট