বেতন-ভাতা ১ ট্রিলিয়ন ডলার না করলে টেসলা ছাড়তে পারেন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক টেসলা ছাড়তে পারেন, যদি না তাঁকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেতন–ভাতা প্যাকেজ দেওয়া হয়। টেসলার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন ডেনহম এমন সতর্কবার্তা দিয়েছেন।
বিশ্বের শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক টেসলা ছাড়তে পারেন, যদি না তাঁকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেতন–ভাতা প্যাকেজ দেওয়া হয়। টেসলার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন ডেনহম এমন সতর্কবার্তা দিয়েছেন।
ডেনহম টেসলার শেয়ারহোল্ডারদের আহ্বান জানিয়েছেন মাস্কের প্রস্তাবিত বেতন কাঠামো অনুমোদনের জন্য। তার ভাষায়, ‘ইলনকে ধরে রাখতে এবং তাকে অনুপ্রাণিত করতে এই প্যাকেজ অপরিহার্য—নইলে টেসলা হারাতে পারে তার সময়, মেধা ও দূরদর্শিতা।’
গত সপ্তাহে ত্রৈমাসিক আয় সংক্রান্ত বৈঠকে মাস্ক ইঙ্গিত দেন, কোম্পানির ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ নিশ্চিত না হলে তিনি টেসলার ‘বৃহৎ রোবট বাহিনী’ তৈরির প্রকল্পে সময় দিতে চান না। সোমবার এক্সে প্রকাশিত এক চিঠিতে ডেনহম লেখেন, আসন্ন শেয়ারহোল্ডার ভোট টেসলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা কি ইলনকে সিইও হিসেবে ধরে রাখতে চান, নাকি তাঁকে হারানোর ঝুঁকি নিতে চান?’
বর্তমানে মাস্ক টেসলার প্রায় ১৫ শতাংশ শেয়ারের মালিক। তাঁর দাবি অনুযায়ী বেতন কাঠামো কার্যকর হলে তা ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট প্যাকেজ হতে পারে। তবে শেয়ারহোল্ডার পরামর্শক প্রতিষ্ঠান আইএসএস ও গ্লাস লুইস এ প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের মতে, এই প্যাকেজের অঙ্ক অতিমাত্রায় বড় এবং তা বিদ্যমান শেয়ারহোল্ডারদের অংশীদারত্ব কমিয়ে দেবে।
মার্কিন কয়েকটি অঙ্গরাজ্যের কোষাধ্যক্ষ ও বিনিয়োগকারী সংগঠন এসওসি ইনভেস্টমেন্ট গ্রুপও প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের দাবি, টেসলা বোর্ড ইলনের কর্মকাণ্ড যথাযথভাবে তদারকি করতে পারছে না এবং কোম্পানির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়েও সন্দেহ রয়েছে।
শেয়ারহোল্ডারদের ভোট গ্রহণ শেষ হবে ৫ নভেম্বর, আর ৬ নভেম্বর টেসলা তাদের বার্ষিক সভায় ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করবে।
তথ্যসূত্র: সিএনবিসি