ডালাসে গেমরুমে গুলি করে খুন, হামলাকারী পলাতক

ডালাসে সোমবার (১০ নভেম্বর) রাতে এক গেমরুমে গুলিতে একজন নিহত হয়েছেন। হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Nov 11, 2025 - 23:12
ডালাসে গেমরুমে গুলি করে খুন, হামলাকারী পলাতক
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছবি: ফক্স ফোর

ডালাসে সোমবার (১০ নভেম্বর) রাতে এক গেমরুমে গুলিতে একজন নিহত হয়েছেন। হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডালাস পুলিশ জানিয়েছে, রাত ১১টার কিছু আগে ৫৫০০ বোথাম জিন বুলেভার্ড এলাকার একটি গেমরুমে গুলির খবর পেয়ে তারা সেখানে পৌঁছে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। ধারণা করা হচ্ছে গুলির পর পরই তার মৃত্যু হয়।

তদন্ত কর্মকর্তারা বলছেন, গেমরুমের ভেতরে কোনো ধরনের ঝামেলা বা বিরোধ থেকে গুলির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগীর পরিচয় এখনও প্রকাশ করেনি ডালাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তর। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর