জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিংয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ

আইনের রক্ষক হয়ে আইন ভেঙেছেন জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিং। তার বিরুদ্ধে নতুন অভিযোগ- গ্র্যান্ড জুরির সামনে মিথ্যা বলেছেন তিনি।

Oct 4, 2025 - 00:36
জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিংয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
অ্যাডাম কিং। ছবি: ফক্স ফোর

আইনের রক্ষক হয়ে আইন ভেঙেছেন জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিং। তার বিরুদ্ধে নতুন অভিযোগ- গ্র্যান্ড জুরির সামনে মিথ্যা বলেছেন তিনি।

শেরিফ অ্যাডাম কিংয়ের বিরুদ্ধে তার অফিসের একাধিক নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগ ছিল। অভিযোগ ছিল তিন ক্ষমতার অপব্যবহার করেছে এবং সাক্ষীর বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছেন। সব অভিযোগের সঙ্গে নতুন অভিযোগ যোগ হয়েছে, তিনি গ্র্যান্ড জুরির সামনে মিথ্যা বলেছেন। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি।

গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছিলেন শেরিফ অ্যাডাম কিং। সেখানেই তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বৃহস্পতিবারের শুনানিতে অনেকেই শেরিফের সমর্থনে উপস্থিত ছিলেন। জনসন কাউন্টির বাসিন্দা তাঁর বন্ধু জ্যাকি পিংকারটন বলেন, ‘আমি অ্যাডাম কিংকে ২৩ বছর ধরে চিনি। তিনি সমাজসেবায় যুক্ত একজন ভালো মানুষ। আদালতের রায়ে অন্য কিছু না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি তাঁর পাশে আছি।

বিচারক অ্যাডাম কিংয়ের বিচারের তারিখ নির্ধারণ করেছেন পরের বছরের আগস্ট, ২০২৬। তবে উভয় পক্ষ প্রস্তুত থাকলে সময় কিছুটা কিছুটা এগিয়ে আনা হতে পারে।

তো এতদিন কী করবেন অ্যাডাম কিং? বিচারক রায় দিয়েছেন, গ্রেপ্তার হওয়ার পর ছুটিতে থাকা কিং শর্তসাপেক্ষে আবার কাজ শুরু করতে পারবেন। শর্তগুলো হচ্ছে এক, তিনি সপ্তাহে তিন দিন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করতে পারবেন। দুই, সাতজন সাক্ষীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না, যাদের মধ্যে কয়েকজন অভিযোগকারীও রয়েছেন। তিন, গোপন প্রবেশদ্বার দিয়ে অফিসে ঢুকবেবন এবং বের হবেন।

উল্লেখ্য আগস্ট মাসে  নিজের ডেপুটিদের হাতেই গ্রেপ্তার হন কিং। পরের অবশ্য মুক্তিও পান। তখন তিনি নিজেই নিজেকে প্রশাসনিক ছুটিতে পাঠান কিং। তার জায়গায় ক্যাপ্টেন বেন অ্যারিওলা সাময়িকভাবে অ্যাক্টিং শেরিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: ফক্স ফোর