ক্যালিফোর্নিয়ায় হাতে আঁকা নম্বর প্লেট, আটক চালক

এই আধুনিক যুগেও হাতে লেখা নম্বর প্লেট। সেটিও আবার কিনা মার্কিন মুলুকে! ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা মার্সেডেতে এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন। হাতে লেখা নম্বর প্লেটের জন্য আটকেছেন এক চালককে।

Oct 14, 2025 - 12:41
ক্যালিফোর্নিয়ায় হাতে আঁকা নম্বর প্লেট, আটক চালক
হাতে লেখা সেই নম্বর প্লেট। ছবি: এবিসি নিউজ

এই আধুনিক যুগেও হাতে লেখা নম্বর প্লেট। সেটিও আবার কিনা মার্কিন মুলুকে! ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা মার্সেডেতে এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন। হাতে লেখা নম্বর প্লেটের জন্য আটকেছেন এক চালককে।

গাড়িটির পেছনের নম্বর প্লেট দেখে কিছু অস্বাভাবিক মনে হওয়ায় সেটি থামানো হয়। কাছে গিয়ে কর্মকর্তারা দেখতে পারে প্লেটটি আসলে হাতে বানানো! চালক তার গাড়ির নম্বর প্লেট হিসেবে হাতে আঁকা প্লেটটি ব্যবহার করেছিলেন। কর্মকর্তারা চালকের সৃজনশীলতার প্রশংসা করলেও জানিয়ে দিয়েছেন, এ ধরনের নম্বর প্লেট ব্যবহার বৈধ নয়। চালক কর্মকর্তাদের জানান যে, তিনি মূল নম্বর প্লেট হারিয়ে ফেলেছেন।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জনগণকে সতর্ক করেছেন। জানিয়েছেন যে, নম্বর প্লেট হারিয়ে গেলে হাতে লেখা নম্বর প্লেট ব্যবহার না করে ডিএমভি (ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস) থেকে নতুন প্লেট পাওয়ার আবেদন করা উচিত।

তথ্যসূত্র: এবিসি নিউজ