ডিসকর্ডে কিশোরদের উগ্রপন্থায় জড়ানোর ঝুঁকি: সরকারি সতর্কতা

আমেরিকান কিশোরদের জনপ্রিয় চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে উগ্রপন্থায় জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর (DHS) ও ওহাইওর গোয়েন্দা কেন্দ্র STACC। এনবিসি নিউজে প্রকাশিত সরকারি নথিতে বলা হয়, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী ও চরম ডানপন্থীরা ডিসকর্ডে কিশোরদের টার্গেট করছে।

Sep 27, 2025 - 09:56
ডিসকর্ডে কিশোরদের উগ্রপন্থায় জড়ানোর ঝুঁকি: সরকারি সতর্কতা

আমেরিকান কিশোরদের জনপ্রিয় চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে উগ্রপন্থায় জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর (DHS) ও ওহাইওর গোয়েন্দা কেন্দ্র STACC। এনবিসি নিউজে প্রকাশিত সরকারি নথিতে বলা হয়, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী ও চরম ডানপন্থীরা ডিসকর্ডে কিশোরদের টার্গেট করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের গড় বয়স মাত্র ১৫ এবং সেখানে ষড়যন্ত্র, সহিংস আলোচনা ও উগ্রবাদী কনটেন্ট ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে একাধিক শুটিং ঘটনায়ও ডিসকর্ড ব্যবহারের প্রমাণ মিলেছে।

কোভিড-পরবর্তী সময়ে কিশোরদের অনলাইন নির্ভরতা ও মানসিক সমস্যাকে উগ্রবাদীরা কাজে লাগাচ্ছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ডিসকর্ড দাবি করেছে, তারা সহিংসতা প্রচার রোধে অ্যাকাউন্ট বন্ধ করছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে।

সূত্র: এনবিসি নিউজ