টেক্সাস গভর্নরের নির্বাচনে প্রার্থী ডেমোক্র্যাট জিনা হিনোজোসা

টেক্সাসের ডেমোক্র্যাট স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা হিনোজোসা বুধবার গভর্নরের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। হোমটাউন ব্রাউনসভিলে সমর্থকদের সঙ্গে র‍্যালি করে প্রচারণাও শুরু করেছেন তিনি।

Oct 21, 2025 - 00:48
টেক্সাস গভর্নরের নির্বাচনে প্রার্থী ডেমোক্র্যাট জিনা হিনোজোসা
টেক্সাস গভর্নরের নির্বাচনে প্রার্থী হয়েছেন জিনা হিনোজোসা। ছবি: সংগৃহীত

টেক্সাসের ডেমোক্র্যাট স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা হিনোজোসা বুধবার গভর্নরের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। হোমটাউন ব্রাউনসভিলে সমর্থকদের সঙ্গে ্যালি করে প্রচারণাও শুরু করেছেন তিনি।

হিনোজোসা বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের সমালোচনা করে বলেন, তিনি ধনী দাতাদের স্বার্থে কাজ করছেন, যা টেক্সাসের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। নিজের লক্ষ্য নিয়ে হিনোজোসা বলেন, ‘আমার লক্ষ্য হবে টেক্সাসের মানুষের জন্য গভর্নর হওয়া, সবাইকে উপযুক্ত সুযোগ দেওয়া।

শিক্ষা ক্ষেত্রে হিনোজোসা রাজ্যের নতুন স্কুল চয়েস প্রোগ্রামের কঠোর সমালোচক। তিনি বলেন, ‘এতে কেবল ধনীরা উপকৃত হচ্ছে। আমাদের স্থানীয় স্কুল টেক্সাসের করদাতাদের অর্থকে প্রাধান্য দিতে হবে।

হিনোজোসা জানান, তাঁর প্রধান অগ্রাধিকার হবে-স্থানীয় পাবলিক স্কুল, স্বাস্থ্যসেবা বাসস্থান ভাড়া সহায়তা।

ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু হোয়াইট হিনোজোসার প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন।

তথ্যসূত্র: সিবিএস নিউজ