ডালাসের সবচেয়ে উঁচু ভবন পুনর্গঠনে সিটি কাউন্সিলের সবুজ সংকেত

ডালাস সিটি কাউন্সিল শহরের সবচেয়ে উঁচু ভবন ‘ব্যাংক অব আমেরিকা টাওয়ার’-এর পুনর্গঠনের জন্য উন্নয়ন চুক্তি অনুমোদন করেছে। ৭২ তলা ও ১৮ লাখ বর্গফুট আয়তনের এই সবুজ আলোঘেরা ভবনটি ডাউনটাউন ডালাসের ৯০১ মেইন স্ট্রিটে অবস্থিত।

Oct 28, 2025 - 14:29
ডালাসের সবচেয়ে উঁচু ভবন পুনর্গঠনে সিটি কাউন্সিলের সবুজ সংকেত
ডালাসের সবচেয়ে উঁচু ব্যাংক অব আমেরিকা টাওয়ারের পুনর্গঠনের অনুমোদন দিয়েছে সিটি কাউন্সিল। ছবি: ডালাস বিজনেস জার্নাল

ডালাস সিটি কাউন্সিল শহরের সবচেয়ে উঁচু ভবনব্যাংক অব আমেরিকা টাওয়ার’-এর পুনর্গঠনের জন্য উন্নয়ন চুক্তি অনুমোদন করেছে। ৭২ তলা ১৮ লাখ বর্গফুট আয়তনের এই সবুজ আলোঘেরা ভবনটি ডাউনটাউন ডালাসের ৯০১ মেইন স্ট্রিটে অবস্থিত।

ব্যাংক অব আমেরিকার ভবনটি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশের পর হুক গ্লোবালের মাইক হুক পেগাসাসঅ্যাবলনের মাইক অ্যাবলনকে নিয়ে গঠিত একটি উন্নয়ন দল গত বছর ভবনটি আশপাশের সম্পত্তি কিনে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করে।

সিটি কাউন্সিলের অনুমোদিত চুক্তির আওতায় ৪০৯ মিলিয়ন ডলারের প্রকল্পটির জন্য ডাউনটাউন কানেকশন ট্যাক্স ইনক্রিমেন্ট ফাইন্যান্সিং (টিআইএফ) ডিস্ট্রিক্ট থেকে সর্বোচ্চ ১০৩ মিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

নতুন পরিকল্পনায় অফিস স্পেস কিছুটা কমিয়ে ১৫ লাখ বর্গফুট রাখা হবে। পাশাপাশি থাকবে ২৮০ কক্ষের চার তারকা মানের হোটেল, আধুনিক সুবিধাসম্পন্ন হোটেল লবি একটি নতুন কাচ-ইস্পাত কাঠামো। মেইন স্ট্রিটের অপর পাশে নির্মিত হবে ,১১৫ গাড়ির পার্কিং গ্যারেজ, যা হোটেলের সঙ্গে সংযুক্ত থাকবে একটি উঁচু ওয়াকওয়ে দিয়ে। ভবনের নিচতলায় যুক্ত হবে নতুন খুচরা দোকান রেস্তোরাঁ।

মেয়র প্রো টেম জেসি মোরেনো বলেন, ‘আজকের অনুমোদন আমাদের ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য বড় সহায়তা। এই বিনিয়োগ শুধু অফিস ভবন নয়, বরং এটি হবে একটি প্রাণবন্ত কমিউনিটি স্পেসযেখানে অফিস, মানসম্মত হোটেল রেস্তোরাঁ থাকবে। ডালাসের নাগরিকেরা উন্নয়ন নিয়ে গর্বিত হতে পারেন।’

তথ্যসূত্র: ডালাস বিজনেস জার্নাল