ডালাসে শপিং সেন্টারের বাইরে গুলিতে নিহত ১, আহত ৪

ডালাসের একটি শপিং সেন্টারের বাইরে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

Oct 13, 2025 - 23:55
ডালাসে শপিং সেন্টারের বাইরে গুলিতে নিহত ১, আহত ৪
ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। ছবি: সিবিএস নিউজ

ডালাসের একটি শপিং সেন্টারের বাইরে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত অন্তত চারজন আহত হয়েছেন।

ডালাস পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে লা প্রাদা শপিং সেন্টার, ৮৩০০ লা প্রাদা ড্রাইভে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়।

ঘটনাস্থলেই ২১ বছর বয়সী জ্যাকব কুয়েলার নিহত হন। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের বিবরণ বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে।

তথ্যসূচি: সিবিএস নিউজ