Tag: ভারত বনাম ইংল্যান্ড

অধিনায়ক গিলের অভিষেক: সেঞ্চুরি মিলল, তবে মিলল না জয়

টেস্টের অধিনায়কত্বের অভিষেক সেঞ্চুরি দিয়ে হলেও, জয় দিয়ে হলো না শুভমন গিলের।  হেডিংলিতে টেস্টের শেষ ঘণ্টা তখনও বাকি। কিন্তু ভারতের চোখেমুখে পরাজয়ের ছায়া স্পষ্ট। আম্পায়ার ক্রিস গ্যাফানি শেষ ঘণ্টার সংকেত দেওয়ার পরই যেন শুবমন গিল বুঝে ফেলেন—এই ম্যাচ আর হাতে নেই। ভারতীয় অধিনায়ক হিসেবে গিলের অভিষেকটা তাই হলো এক হতাশাজনক হারে। অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি নামে যাত্রা শুরু করা পাঁচ ম্যাচের এই সিরিজে ইংল্যান্ড এখন ১–০ ব্যবধানে এগিয়ে। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২ জুলাই।