উবারে পুরুষদের এড়িয়ে চলতে পারবেন নারী চালক ও যাত্রীরা
উবার এবার নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু করতে যাচ্ছে একটি নতুন ফিচার। এই ফিচারটির মাধ্যমে নারী চালক ও নারী যাত্রীরা চাইলে পুরুষের বদলে নারীর সঙ্গেই রাইডে যেতে পারবেন।

উবার এবার নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু করতে যাচ্ছে একটি নতুন ফিচার। এই ফিচারটির মাধ্যমে নারী চালক ও নারী যাত্রীরা চাইলে পুরুষের বদলে নারীর সঙ্গেই রাইডে যেতে পারবেন।
আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রের তিনটি শহর — লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও ডেট্রয়েটে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। উবার জানিয়েছে, নারী যাত্রীরা চাইলে অ্যাপের সেটিংসে গিয়ে নারী চালকের পছন্দ বেছে নিতে পারবেন। নারী চালকরাও শুধু নারী যাত্রী পরিবহনের অপশনটি চালু রাখতে পারবেন।
উবারের উত্তর আমেরিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ক্যামিয়েল আরভিং বলেন, 'এটা নারীদের আরও বেশি নিয়ন্ত্রণ, পছন্দ আর আরাম দেওয়ার জন্য।'
তবে উবার জানিয়েছে, যাত্রী নারী চালকই পাবেন — এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে এই ফিচার ব্যবহারে নারী চালক-যাত্রী একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
এর আগেও উবার কিছু দেশে নারী-নারী রাইডের ফিচার চালু করেছিল। ২০১৯ সালে সৌদি আরবে নারী চালকদের জন্য নারী যাত্রী বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তখন নারী চালকরা প্রথমবারের মতো রাস্তায় নেমেছিলেন। পরে সেই ফিচারটি আরও প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়ে।
উবারের ২০১৫ সালের এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে চালকদের মধ্যে প্রায় ২০ শতাংশই নারী। তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকেই উঠে আসছিল। যৌন হয়রানির একাধিক অভিযোগ উবার ও লিফট — দুটো প্রতিষ্ঠানের সঙ্গেই জড়িয়েছে।
এ কারণে উবার সম্প্রতি আরও কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা এনেছে, যেমন:
- কিশোর-কিশোরীদের জন্য আলাদা অ্যাকাউন্ট
- যাত্রী যাচাই ও পিন ভেরিফিকেশন সিস্টেম।
প্রতিযোগী প্রতিষ্ঠান লিফট ইতিমধ্যে ২০২৩ সালের শেষ দিকে এমনই একটি ফিচার চালু করেছে যেখানে নারী ও নন-বাইনারি চালক-যাত্রীরা একে অপরের সঙ্গে রাইড শেয়ার করতে পারেন।
উবারের এই নতুন পদক্ষেপ নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নারী যাত্রীরা যেখানে রাতের বেলা কিংবা অজানা পরিবেশে রাইড নিতেই ভয় পেতেন এখন তারা নিজেদের মতো করে যাত্রার সঙ্গী বেছে নিতে পারবেন।
এই ফিচারটি সফল হলে ভবিষ্যতে আরও শহরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে উবারের।
সূত্র: সিএনবিসি