ডালাসে ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা, আছে টর্নেডোর আশঙ্কাও

মৌসুম পরিবর্তনের ছাপ ডালাসের আবহাওয়ায়। সপ্তাহান্তে শক্তিশালী ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোববারের পর থেকেই আবহাওয়া ঠান্ডা ও স্বস্তিদায়ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Oct 18, 2025 - 14:40
ডালাসে ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা, আছে টর্নেডোর আশঙ্কাও

মৌসুম পরিবর্তনের ছাপ ডালাসের আবহাওয়ায়। সপ্তাহান্তে শক্তিশালী ঝড়, দমকা হাওয়া শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোববারের পর থেকেই আবহাওয়া ঠান্ডা স্বস্তিদায়ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শনিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন আবহাওয়া গরম। দুপুর ১টা থেকে ৪টার মধ্যে ডালাস-ফোর্ট ওর্থ অঞ্চলে শক্তিশালী ঝড়বৃষ্টি দেখা দিতে পারে। ঘণ্টায় ৫৫৬০ মাইল বেগে দমকা হাওয়া শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। টর্নেডোর ঝুঁকি তুলনামূলকভাবে মেট্রোপ্লেক্সের পূর্বাঞ্চলে বেশি। বিকেলের পর ঝড় পূর্বদিকে সরে গেলে আবহাওয়া শান্ত হয়ে আসবে।

শনিবার রাতের পর ঠান্ডা বাতাস প্রবেশ আসবে। রোববার সকালে তাপমাত্রা নেমে আসবে ৫০ ডিগ্রিতে, দিনে থাকবে স্বস্তিদায়ক রোদ আর সর্বোচ্চ তাপমাত্রা ৭৮ থেকে ৮০ ডিগ্রির মধ্যে।

সোমবার সকালে ঠান্ডা আবহাওয়া থাকলেও দুপুরের পর আবারও গরম পড়বে। ৩০ মাইল বেগে বাতাস বইতে পারে, আর তাপমাত্রা ফের ৯০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। তবে সোমবার রাতের পর থেকে আবারও শীতল হাওয়া বইবে। রাতভর এই ঠান্ডা বায়ুপ্রবাহ অতিক্রম করার পর মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়া থাকবে শান্ত রৌদ্রোজ্জ্বল। এতে সর্বোচ্চ তাপমাত্রা সাময়িকভাবে কমে আসবে, দিনের গরমও থাকবে কিছুটা স্বস্তিদায়ক৭০ ডিগ্রির ঘরে ঘুরবে পারদ।

তবে এই স্বস্তি বেশিদিন টিকবে না। সপ্তাহের মাঝামাঝি নতুন একটি ঝড়ো আবহাওয়া ব্যবস্থা ধীরে ধীরে এগিয়ে আসছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এতে বাতাসের গতি বাড়বে, দিনের তাপমাত্রা আবার বেড়ে ৮০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। এর সঙ্গে ফের শুরু হতে পারে গরম আর্দ্রতার অস্বস্তি।

তথ্যসূত্র: ফক্স ফোর