পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ডালাস মেয়র এরিক জনসন
আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করতে পারেন-ডালাসের মেয়র এরিক জনসনকে নিয়ে এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জনসন নিজেই।
আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করতে পারেন-ডালাসের মেয়র এরিক জনসনকে নিয়ে এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জনসন নিজেই।
এরিক জনসন জানিয়েছেন, তিনি কোনো উচ্চপদে প্রার্থী হচ্ছেন না এবং মেয়র হিসেবেই দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
মঙ্গলবার রাতে নিজেরেএক্স হ্যান্ডলে জনসন লেখেন, ‘আমি কোনো কিছুর প্রার্থী হচ্ছি না। আমি আমাদের এই মহান শহরের মেয়র হিসেবেই কাজ চালিয়ে যাব!’
এর আগে ডালাস মর্নিং নিউজ-এর এক প্রতিবেদনে সিটি হল ঘিরে জনসনের সম্ভাব্য পদত্যাগ ও উচ্চপদে প্রার্থী হওয়ার গুঞ্জনের কথা বলা হয়। এ বিষয়ে সিবিএস নিউজ জনসনের মন্তব্য জানতে চাইলেও তিনি সাড়া দেননি।
২০১৯ সালে প্রথম মেয়র নির্বাচিত হন এরিক জনসন। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে বর্তমানে চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করছেন, যা শেষ হবে ২০২৭ সালে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ