গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০, জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত

গাজায় ইসরায়েলের নতুন করে বিমান ও স্থল হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে এটিকেই সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।

Oct 29, 2025 - 13:51
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০, জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত
যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের নতুন করে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়েছে। ছবি: আনাদোলু

গাজায় ইসরায়েলের নতুন করে বিমান স্থল হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে এটিকেই সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে জানিয়েছে, নিখোঁজ এক জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। সংগঠনটির দাবি, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে অনুসন্ধান মরদেহ উদ্ধারের কাজ ব্যাহত হবে, এতে গাজায় থাকা অবশিষ্ট ১৩ জিম্মির মরদেহ উদ্ধারে দেরি হতে পারে।

অন্যদিকে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হামলা পাল্টা অভিযোগের মধ্যেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তার ভাষায়, ‘ছোটখাটো সংঘর্ষ হয়তো ঘটবে, কিন্তু প্রেসিডেন্টের শান্তিচুক্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি।

হামাস অবশ্য রাফাহ অঞ্চলের ওই হামলায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা