Tag: সিটি ব্যাংক

বাংলাদেশে চালু হলো গুগল পে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট ‘গুগল পে’। বাংলাদেশের বেসরকারী বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেন সেবায় আরও গতি আনতে  গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করল। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা  এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।