Tag: ডালাস মিউজিয়াম অফ আর্ট

ডালাস মিউজিয়ামে ‘কুমড়াভিত্তিক’ শিল্পপ্রদর্শনী

ডালাস মিউজিয়াম অফ আর্টে শুরু হয়েছে বিশ্বখ্যাত জাপানি শিল্পী ইয়াইয়োই কুসামার একটি বিশেষ শিল্প প্রদর্শনী। এর মূল আকর্ষণ হলো কুমড়া দিয়ে সাজানো একটি আয়নাবদ্ধ ঘর, যার নাম 'কুমড়োর প্রতি আমার চিরন্তন ভালোবাসার নিবেদন' (অল দ্য ইটারনাল লাভ আই হ্যাভ ফর দ্য পাম্পকিনস)। এই ইনফিনিটি মিরর রুমটি দর্শকদের এমন এক অভিজ্ঞতা দেয়, যেখানে মনে হয় চারদিকে কেবল কুমড়া, আর তার কোনো শেষ নেই।