Tag: ডালাস কাউন্টি প্রসিকিউট

ডালাস মোটেলে খুন: অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইছে না প্রসিকিউশন

ডালাস কাউন্টি প্রসিকিউটররা জানিয়েছে, সহকর্মীর শিরশ্ছেদের অভিযোগে গ্রেপ্তার ইয়োরডানিস কাবোস-মার্টিনেজের বিরুদ্ধে তারা মৃত্যুদণ্ড চাইবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফ্র্যাঙ্ক ক্রাউলি কোর্টহাউসে তার প্রথম হাজিরায় এ তথ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ।