Tag: ডানকালভিল

ডালাসের ডানকানভিলে মেথ ল্যাবে অভিযান, কোটি ডলারের মাদক উদ্ধার

কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধানের পর ডালাস কাউন্টির ডানকানভিলে প্রায় ১ কোটি ডলারের অবৈধ মাদক জব্দ করেছে পুলিশ ও ডিইএ (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন)। অভিযানে তিনজনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে মামলা হচ্ছে।