ভাষণ বিকৃতির অভিযোগে বিবিসির কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা নিয়ে তৈরি বিবিসির এক বছর পুরোনো তথ্যচিত্রে ভাষণ বিকৃতির অভিযোগে গণমাধ্যম প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। বিবিসিকে ‘পূর্ণ ও ন্যায্যভাবে তথ্যচিত্রটি প্রত্যাহার’ করতে ১৪ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা।

Nov 11, 2025 - 00:35
ভাষণ বিকৃতির অভিযোগে বিবিসির কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফেসবুক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা নিয়ে তৈরি বিবিসির এক বছর পুরোনো তথ্যচিত্রে ভাষণ বিকৃতির অভিযোগে গণমাধ্যম প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। বিবিসিকেপূর্ণ ন্যায্যভাবে তথ্যচিত্রটি প্রত্যাহারকরতে ১৪ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা।

বিবিসিরপ্যানোরামাঅনুষ্ঠানে ট্রাম্পের ২০২১ সালের জানুয়ারির ভাষণের দুটি ভিন্ন অংশ এমনভাবে সম্পাদনা করে জুড়ে দেওয়া হয়, যাতে মনে হচ্ছিল তিনি ক্যাপিটল হিলের দাঙ্গায় উসকানি দিচ্ছেন। পরে বিবিসির চেয়ারম্যান সমীর শাহ স্বীকার করেন, সম্পাদনার সেই ভুল সহিংসতার আহ্বানের মতো বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছিল এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এই ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি নিউজ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসিনির্বাচনে প্রভাব ফেলতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকরভাবে তথ্যচিত্রটি সম্পাদনা করেছে যদিও এই ভুলের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে প্রমাণ মেলেনি। বিষয়টি সামনে আসে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ- প্রকাশিত এক অভ্যন্তরীণ প্রতিবেদনের পর, যা বিবিসির সম্পাদকীয় মান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

ঘটনাটি যুক্তরাজ্যে বিবিসির ভবিষ্যৎ অর্থায়ন নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে। রক্ষণশীল রাজনীতিকরা এটিকে জাতীয় সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, অন্যদিকে উদারপন্থীরা বলছেনভুল হলেও বিবিসি গণতান্ত্রিক সাংবাদিকতার জন্য অপরিহার্য।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি