পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে আবার সংঘর্ষ, ৫ সেনা নিহত

শান্তি আলোচনার মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার ও শনিবার সীমান্তে গুলিবিনিময়ে পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, আফগানিস্তান থেকে আসা ২৫ সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে তারা।

Oct 27, 2025 - 00:53
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে আবার সংঘর্ষ, ৫ সেনা নিহত
যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর শুভেচ্ছা বিনিময় আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব (বাঁ থেকে দ্বিতীয়) ও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ১৯ অক্টোবর, ২০২৫। ছবি: আল জাজিরা

শান্তি আলোচনার মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। শুক্রবার শনিবার সীমান্তে গুলিবিনিময়ে পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, আফগানিস্তান থেকে আসা ২৫ সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে তারা।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, কুরাম উত্তর ওয়াজিরিস্তানে তেহরিক--তালেবান পাকিস্তানের (টিটিপি) অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। তাদের অভিযোগ, কাবুল সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

তালেবান সরকার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে তারা পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে বিমান হামলা চালিয়ে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

সম্প্রতি দোহায় কাতার তুরস্কের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে সহিংসতা থামেনি। শনিবার ইস্তাম্বুলে নতুন করে শান্তি আলোচনায় বসেছেন দুই পক্ষের প্রতিনিধি।

পাকিস্তান সেনাবাহিনী শুক্র শনিবার অনুপ্রবেশের চেষ্টা করা সশস্ত্র যোদ্ধাদেরফিতনা আল-খোয়ারিজেরসদস্য বলে বর্ণনা করেছে। বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী বোঝাতে এই কথাটি ব্যবহার করে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে, তবে আলোচনা ব্যর্থ হলেসরাসরি যুদ্ধছাড়া বিকল্প থাকবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, পাকিস্তানআফগানিস্তান সংকট দ্রুত সমাধানে তিনি উদ্যোগ নেবেন।

আলজাজিরা জানায়, ইস্তাম্বুল বৈঠকে আফগান প্রতিনিধিরা পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে হামলা বন্ধ করতে আফগানবিরোধী গোষ্ঠীর কার্যক্রম নিয়ন্ত্রণে আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা