ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট সাময়িক বন্ধ

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

Jun 24, 2025 - 00:47
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত সোমবার (২৩ জুন) এই চারটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, নাগরিক, আবাসিক ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে যাত্রীবাহী ফ্লাইটের আগমন বহির্গমন উভয়ই স্থগিত থাকবে।

ঘোষণার পর মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ঢাকা থেকে উক্ত দেশগুলোর উদ্দেশে যাওয়া সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। এর ফলে কাতার, দুবাই, আবুধাবি, কুয়েত বাহরাইনগামী যাত্রীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ গালফ এয়ারের মতো এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে জানিয়েছে, নির্ধারিত যাত্রার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিস্থিতির উন্নয়ন বা পরিবর্তন হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালানোর পরপরই দেশগুলো একে একে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।