আইসির ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখান, ডালাস মেয়র-পুলিশ প্রধানের দ্বন্দ্ব

ডালাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসি’র ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে মেয়র এরিক জনসন ও সিটি কাউন্সিল সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Oct 23, 2025 - 00:22
আইসির ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখান, ডালাস মেয়র-পুলিশ প্রধানের দ্বন্দ্ব
ডালাস সিটি হল। ছবি: সংগৃহীত

ডালাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন শুল্ক প্রয়োগ সংস্থা আইসি’র ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে মেয়র এরিক জনসন সিটি কাউন্সিল সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ডালাস পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো সম্প্রতি আইসির ওই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রস্তাব অনুযায়ী, ডালাস পুলিশ সদস্যদের আইসির টাস্কফোর্সে যুক্ত হয়ে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করা আটক অভিযানে সহায়তা করার কথা ছিল। তবে কোমো জানান, ধরনের সহযোগিতা ডালাস পুলিশের মূল দায়িত্বের বাইরে।

মেয়র জনসন সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘ডিপিডি এই অর্থ পেলে অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ করা যেত, আর তাতে শহরের বাজেটে কোনো প্রভাবও পড়ত না।তিনি আরও দাবি করেন, আইসির সঙ্গে কাজ করলেঅপরাধীদেরও রাস্তা থেকে সরাতে’ সহায়ক হতো।

তবে সিটি কাউন্সিল সদস্য হাইমে রেসেনদেজ মেয়রের অবস্থানকেবিপজ্জনক রাজনৈতিক কৌশলবলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের আইসি টাস্কফোর্সে যুক্ত করা ডালাসের সম্প্রদায়ের প্রতি হবে বিশ্বাসঘাতকতা হবে।

রেসেনদেজসহ আরও তিন কাউন্সিল সদস্য যৌথ বিবৃতিতে মেয়রের পদক্ষেপকেভ্রান্ত বিপজ্জনকবলে উল্লেখ করেছেন। তাদের মতে, প্রকৃত জননিরাপত্তা জোরদার করতে পরীক্ষিত কার্যকর সমাধানে মনোযোগী হওয়াই জরুরি।

অন্যদিকে, পুলিশ প্রধান কোমো জানান, ডালাস পুলিশ ফেডারেল সংস্থার সঙ্গে সহিংস অপরাধী মাদক পাচারকারীদের বিরুদ্ধে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। অবৈধ অভিবাসন অভিযান নয়, বরং শহরের সহিংস অপরাধ দমনই আমাদের প্রধান দায়িত্ব।

বিষয়টি নিয়ে ডালাস সিটি কাউন্সিলের বৈঠকে বুধবার আনুষ্ঠানিকভাবে আলোচনা হওয়ার কথা।

তথ্যসূত্র: সিবিএস নিউজ