টেক্সাসে তিন হত্যার পর বাকি’স-এ গাড়ি দুর্ঘটনা, সন্দেহভাজনের আত্মহত্যার চেষ্টা
টেক্সাসের মেব্যাঙ্কে তিনজনকে গুলি করে হত্যার পর পালানোর সময় এক ব্যক্তি এনিস শহরের জনপ্রিয় কনভিনিয়েন্স স্টোর বাকি’স-এ গাড়ি নিয়ে ঢুকে পড়েন। এতে এক পথচারী আহত হন, আর হামলাকারী নিজেই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।
টেক্সাসের মেব্যাঙ্কে তিনজনকে গুলি করে হত্যার পর পালানোর সময় এক ব্যক্তি এনিস শহরের জনপ্রিয় কনভিনিয়েন্স স্টোর বাকি’স-এ গাড়ি নিয়ে ঢুকে পড়েন। এতে এক পথচারী আহত হন, আর হামলাকারী নিজেই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।
ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে। স্থানীয় শেরিফের দপ্তর জানায়, রাত আড়াইটার দিকে মেব্যাঙ্কের সিডার ক্রিক কোভ এলাকায় গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে তিনজনকে মৃত ও আরও দুজনকে আহত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় ২৯ বছর বয়সী ক্রিস্টোফার কাইল রিড জুনিয়রকে। পুলিশ জানায়, রিড এনিস শহরের বুকিস দোকানে সকাল ৫টার দিকে গাড়ি নিয়ে প্রবেশ করেন। এ সময় তিনি দোকানের প্রবেশপথে থাকা এক নারী পথচারীকে আহত করেন। আর গাড়ি থামার পর তিনি নিজের মাথায় গুলি চালান।
রিডকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহত নারীও হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি বিপদমুক্ত বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মেব্যাঙ্কের ঘটনাস্থলের এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, রাতের অন্ধকারে দরজায় প্রচণ্ড শব্দ পেয়ে জেগে ওঠেন তিনি। দরজা খুলে দেখেন, এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় সাহায্য চাইছেন।
পুলিশ এখনো নিহত তিনজনের পরিচয় বা হত্যার কারণ প্রকাশ করেনি।
তথ্যসূত্র: ফক্স ফোর