গাজায় যুদ্ধবিরতির আশায় ফিলিস্থিনিদের উচ্ছ্বাস

যুদ্ধ বিরতির খবরে খান ইউনুসে উৎসবের আমেজ। ইসরায়েল-হামাসের চুক্তিতে যুদ্ধের অবসানের আশায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস।

Oct 9, 2025 - 11:04
গাজায় যুদ্ধবিরতির আশায় ফিলিস্থিনিদের উচ্ছ্বাস
ইসরায়েল-হামাসের নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বস্তি ফিরিয়ে এনেছে ফিলিস্তিনিদের মনে। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনায় আনন্দের বন্যা বইছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরের ঘোষণা দেওয়ার পর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে হাজারও মানুষ রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠে।

 শহরজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ স্বস্তির অনুভূতি। বহু ফিলিস্তিনি বিশ্বাস করছেন, টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার এই ভয়াবহ যুদ্ধ হয়তো এবার শেষ হতে চলেছে।

২০ দফার এই বিস্তৃত পরিকল্পনায় রয়েছেসমস্ত ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, পূর্ণ যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের উদ্যোগ।

 উত্তর গাজার আল-আহলি হাসপাতালে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতায় সেজদা করেন এবং তাকবির ধ্বনি দেন। যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর মানুষের মুখে প্রথমবারের মতো দেখা যায় স্বস্তির ছাপ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ১৯৪ জন নিহত লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মার্চে যুদ্ধবিরতি ভেঙে পুনরায় আক্রমণ শুরু হওয়ার পর নিহত হয়েছে আরও ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি।

 মিশরের শারম আল-শেখে দীর্ঘ মধ্যস্থতার পর ইসরায়েল হামাসের নতুন এই যুদ্ধবিরতি চুক্তি বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক আদালতেও ইসরায়েল বর্তমানে গণহত্যার অভিযোগের মুখোমুখি।

 তথ্যসূত্র: আল জাজিরা