‘আমি এখনো শেষ করিনি’- প্রেসিডেন্ট পদে ফের লড়াইয়ের ইঙ্গিত কমলা হ্যারিসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আবার লড়াই করার ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট আসবেন, এবং সম্ভবত সেই নারী তিনি নিজেই হতে পারেন।

Oct 25, 2025 - 10:45
‘আমি এখনো শেষ করিনি’- প্রেসিডেন্ট পদে ফের লড়াইয়ের ইঙ্গিত কমলা হ্যারিসের
কমলা হ্যারিস। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আবার লড়াই করার ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট আসবেন, এবং সম্ভবত সেই নারী তিনি নিজেই হতে পারেন।

গত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে হ্যারিস রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও হারের পর ২০২৮ সালের জন্য স্পষ্ট প্রার্থী হওয়ার ঘোষণা দেননি, তবে বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে তিনি স্পষ্টই বার্তা দিলেনরাজনীতিতে তার ভূমিকা শেষ হয়নি। তার ভাষায়, ‘আমি এখনো শেষ করিনি।

বিবিসিরসানডে উইথ লরা কুয়েনসবার্গঅনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে হ্যারিস ট্রাম্পকেএকজন স্বৈরাচারীহিসেবে অভিহিত করেন এবং বলেন, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প সম্পর্কে যে সতর্কবার্তা তিনি দিয়েছিলেন, তা এখন সত্য প্রমাণিত হয়েছে। হ্যারিস যুক্তরাষ্ট্রের করপোরেট নেতাদের সমালোচনা করেছেন, যারা ট্রাম্পের সামনে নতজানু হয়েছেন।

হ্যারিস স্বীকার করেছেন, ২০২৪ সালের প্রচারণায় সময়ের সীমাবদ্ধতা বার্তার অস্পষ্টতা ছিল তার পরাজয়ের মূল কারণ। তিনি বলেন, ‘সময় এত কম ছিল যে জেতার বাস্তব সুযোগই ছিল না।

বর্তমানে হ্যারিস সীমিত টিভি সাক্ষাৎকার বই প্রচারের মাধ্যমে জনসংযোগ রাখছেন, তবে তার কথাবার্তা আত্মবিশ্বাস রাজনীতিতে সক্রিয়ভাবে তার ফিরে আসার পরিকল্পনারই একটা বার্তা দিচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি