লুইসভিলে নাসরীন সানির সঙ্গীত সন্ধ্যা
ডালাসবাসীর জন্য এক মনোমুগ্ধকর সন্ধ্যার আয়োজন করছে বাংলা গ্রুপ ডালাস। আগামী ৫ জুলাই (শুক্রবার) লুইসভিল গ্র্যান্ড থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় শিল্পী নাসরীন সানি রেজা-এর লাইভ কনসার্ট। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

ডালাসবাসীর জন্য এক মনোমুগ্ধকর সন্ধ্যার আয়োজন করছে বাংলা গ্রুপ ডালাস। আগামী ৫ জুলাই (শুক্রবার) লুইসভিল গ্র্যান্ড থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় শিল্পী নাসরীন সানি রেজা-এর লাইভ কনসার্ট। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
নাসরীন রেজা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাংলা গানের জগতে এক পরিচিত নাম। ঢাকায় সংগীতের হাতেখড়ি নেওয়া এই শিল্পী আবিদা সুলতানা, রাম গোপাল মাহা ও বশীর আহমেদের মতো কিংবদন্তিদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। তার প্রথম অ্যালবাম “উপহার” ১৯৮৬ সালে প্রকাশিত হয় এবং এরপর “হৃদয় পড়েছে বাঁধা”, “রাতটা জেগে থাকি”, “আকাশের ঠিকানায়”, “গীতাঞ্জলি” সহ একাধিক জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন শ্রোতাদের।
তিনি কেবল আধুনিক বাংলা গানেই নয়, গজল, হিন্দি সিনেমার গানেও পারদর্শী। ডালাসের এই লাইভ কনসার্টে দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলা ও হিন্দি গানের এক অনন্য সমাহার, সঙ্গে থাকবে লাইভ অর্কেস্ট্রা। নাসরীন রেজা ডালাসে বসবাস করছেন ১৯৯৩ সাল থেকে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সাফল্যের সঙ্গে লাইভ পারফর্ম করেছেন।
টিকিটের জন্য ক্লিক করুন এই লিংকে।