প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় নাম উঠছে তারেক-পত্নী জুবাইদার

প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ঈদুল আজহার আগে ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য জুবাইদার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা।

Jun 23, 2025 - 15:15
প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় নাম উঠছে তারেক-পত্নী জুবাইদার
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ঈদুল আজহার আগে ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য জুবাইদার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জুবাইদার তথ্য সংগ্রহ করা হয়েছে।

ইসির তথ্য বলছে, দেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি শুরু হয় ২০০৮ সালে এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময়ে । কিন্তু ওই বছর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়েন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং লন্ডনে থাকতে শুরু করেন। এরপর আর দেশে ফেরেননি, ফলে তারা ভোটারও হননি।  তবে এবার ৬ মে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসা শেষে ডা. জুবাইদা দেশে ফেরেন। ঢাকায় অবস্থানকালে ঈদুল আজহার আগে তাঁর ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা তথ্য সংগ্রহ করে নিবন্ধনের কাজ শেষ করেন। পরে, ৫ জুন তিনি আবার লন্ডনে ফিরে যান।

পেশায় চিকিৎসক ডা. জুবাইদার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়।  সরাসরি রাজনীতিতে না থাকলেও, তাঁর দেশে ফেরার পর সিলেটে বিএনপির মধ্যে ও সাধারণ মানুষের মধ্যে, তাঁকে আলোচনা শুরু হয়। তাঁকে স্বাগত জানিয়ে সিলেট-১ আসনের বিভিন্ন এলাকয় মিছিল ও পোস্টারিং-ও হয়েছে। উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই ভোটার হতে হয়। আর ভোটার হলে তিনি দেশের যেকোনো আসন থেকেই প্রার্থী হতে পারেন।