গাজায় যুদ্ধবিরতির আশায় ফিলিস্থিনিদের উচ্ছ্বাস
যুদ্ধ বিরতির খবরে খান ইউনুসে উৎসবের আমেজ। ইসরায়েল-হামাসের চুক্তিতে যুদ্ধের অবসানের আশায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস।
গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনায় আনন্দের বন্যা বইছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরের ঘোষণা দেওয়ার পর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে হাজারও মানুষ রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠে।
২০ দফার এই বিস্তৃত পরিকল্পনায় রয়েছে—সমস্ত ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, পূর্ণ যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের উদ্যোগ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ১৯৪ জন নিহত ও ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মার্চে যুদ্ধবিরতি ভেঙে পুনরায় আক্রমণ শুরু হওয়ার পর নিহত হয়েছে আরও ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি।
এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক আদালতেও ইসরায়েল বর্তমানে গণহত্যার অভিযোগের মুখোমুখি।